হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ঢাকা মহানগর উত্তরের কমিটি গঠনের এক বছরের বেশি সময় পর থানা ও ওয়ার্ডের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল রোববার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরের সভাপতি এম এ কাইয়ুম ও সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান এসব কমিটি অনুমোদন করেছেন।
এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রত্যেক থানা কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে মহানগর কমিটির সহসভাপতি ও যুগ্ম সম্পাদকের পদ মর্যাদা এবং একইভাবে ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে থানা কমিটির সহসভাপতি ও যুগ্ম সম্পাদকের মর্যাদা লাভ করবেন।
২৫টি থানায় প্রতিটি কমিটিতে ১২১ জন্য সদস্য এবং ৫৮ ওয়ার্ডের প্রতিটি কমিটিতে ৭১ সদস্য রয়েছেন।
২০১৭ সালের ১৯ এপ্রিল ঢাকা মহানগরকে দুই ভাগে বিভক্ত করে উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি অনুমোদন দিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ওই সময় ঢাকা দক্ষিণের সভাপতি করা হয় হাবিব উন নবী খান সোহেলকে এবং উত্তরের সভাপতি করা হয় কাইয়ুমকে।