হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ নদীমাতৃক দেশ। তাই এ দেশে মাছচাষির সংখ্যা কম নয়। দেশের অর্থনীতির বড় একটি অংশ আসে মাছ চাষ থেকে। এ জন্য মাছচাষিদের অনেক কিছুই জানতে হয়। আসুন জেনে নেই জ্যৈষ্ঠ মাসে মাছচাষিদের করণীয় কী-
১. মাছ প্রজননে আগ্রহী চাষিদের স্ত্রী-পুরুষ মাছ (ব্রুড ফিশ) সংগ্রহে রাখতে হবে।
২. পিটুইটারি গ্রন্থি, হাপা এবং ইনজেকশনের সরঞ্জামাদি প্রস্তুত রাখতে হবে।
৩. আঁতুড় পুকুর বন্যায় ডুবে যাবার আশঙ্কা থাকলে পাড় উঁচু করে বেঁধে দিতে হবে।
৫. আঁতুড় পুকুরে পোনার আকার ১ ইঞ্চি হলে সাবধানে ধরে চারা পুকুরে ছাড়ার ব্যবস্থা করতে হবে।
৬. নিয়মিত তদারকি, রাক্ষুসে মাছ তোলা, আগাছা বা জংলা পরিষ্কার করতে হবে।
৭. পুকুরে খাবার দেওয়া, সার দেওয়া, সম্পূরক খাবার দেওয়া অব্যাহত রাখতে হবে।
৮. জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষাসহ প্রাসঙ্গিক কাজগুলো নিয়মিত করতে হবে।
৯. যে কোনো সমস্যায় উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।