হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার ভারতের শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদি। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। ওইদিন বাংলাদেশ ভবন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলার ভাত খাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনের খাবার পরিবেশনের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার তাজ বেঙ্গল হোটেলকে। সূত্রের খবর, খাবারের মেনুতে কোনো আমিষ পদ থাকছে না। ভাত, ডাল, রুটি, ভাজা, সবজি, মিষ্টির মতো পদ দিয়েই আপ্যায়ণ করা হবে তাঁদের। পাশাপাশি ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য থাকছে নামাজের ব্যবস্থা।
এদিকে আগামী শনিবার পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে এক সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডিলিট উপাধিতে ভূষিত করা হবে। এরপর ওইদিনই প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সূত্র: আজকাল