আজ থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির পশুর হাট। তবে গাবতলী গরুর হাটে গতকাল শুক্রবারও কোরবানির গরু বেচাকেনা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশনা অনুযায়ী আজ শনিবার থেকে অস্থায়ী হাটগুলোতে পশু উঠবে।
গতকাল শুক্রবার বিকাল থেকেই কোরবানির হাটগুলোতে গরুবোঝাই ট্রাকের ভিড় বাড়তে শুরু করে। গরু ওঠা শুরু হলেও হাট জমজমাট হতে আরও দু-একদিন লাগবে। রাজধানীবাসী এখনও কোরবানির পশু কেনা শুরু করেনি। আগামী দুই একদিনের মধ্যে পশুর হাটগুলো জমে উঠবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
এবার রাজধানীর স্থায়ী পশুর হাট ছাড়াও ১৬টি অস্থায়ী হাটে গরু বিক্রি হবে। গাবতলী ছাড়াও এবার দক্ষিণ সিটি করপোরেশনে ১০টি ও উত্তর সিটি করপোরেশনে ৬টি পশুর হাট বসছে। হাটগুলোর মধ্যে আছে_ রামপুরার আফতাবনগর হাট, ঝিগাতলা-হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর রেলগেট বাজার সংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, কমলাপুরের গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, লালবাগের মরহুম হাজি দেলোয়ার হোসেন খেলার মাঠ ও সংলগ্ন এলাকা, কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে বুড়িগঙ্গা বাঁধ সংলগ্ন জায়গা, খিলক্ষেত আবাসিক প্রকল্পের খালি জায়গা, উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জায়গা, মিরপুর সেকশন-৬-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, কুড়িল ফ্লাইওভার সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়ক, মিরপুর সেকশন-১১-এর বাউনিয়া বাঁধ সংলগ্ন খালি জায়গা এবং রায়েরবাজার কবরস্থান সংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুর হাট।