হাওর বার্তা ডেস্কঃ দেশে প্রতারণার হাতছানি ক্রমশ বেড়েই চলছে। থামছে না কোন প্রকার প্রতারণা। বরিশাল-২ আসনের সংসদ সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করতে গিয়ে এক ব্যক্তি এখন শাস্তির রাজ্যে। তার নাম বাবুল সর্দার চাখারী (৫৩)। তার বাড়ি বরিশালের বানারীপাড়ায়।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের আওয়ামী লীগের এমপি পরিচয়ে ঢাকার পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের কাছে তদবির করতে গিয়ে মো. বাবুল সরদার চাখারী নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। বুধবার (১৬ মে) বেলা ১১টার দিকে দিকে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তাকে আটক করে ঢাকার খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করে।
আটক বাবুল সরদার বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাঠী গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে। পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন জানান, সকালে তার দফতরে মুজিব কোর্ট পরিহিত অবস্থায় এক ব্যক্তি দেখা করতে আসেন। এ সময় তিনি নিজেকে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস হিসেবে পরিচয় দেন।
ওই ব্যক্তির ভিজিটিং কার্ডে তার নিজের ছবি থাকলেও নাম দেয়া হয়েছে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি। কথোপকথনের একপর্যায়ে মুন্নু সিরামিকসের ৫ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩০ টাকার বকেয়া বিল মওকুফের জন্য বলেন তিনি।
তার কথা ও আচরণে সন্দেহ হলে পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যান জেনারেল মঈন উদ্দিন তার কক্ষ থেকে বেরিয়ে এসে মুঠোফোনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপির সঙ্গে যোগযোগ করেন।
এ সময় প্রতারণার বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে আসল এমপি ইউনুসের পরামর্শে নকল এমপি বাবুলকে আটক করে খিলক্ষেত থানা পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।
সকালে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানকে ফোন দিয়ে বলেন, আমি প্রতারককে আইনের হাতে তুলে দিতে বলেছি।’
খিলক্ষেত থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক জানান, পল্লী বিদ্যুতের (আরইবি) চেয়ারম্যানের দফতর থেকে ফোন পেয়ে পুলিশ পাঠান। প্রতারণার অভিযোগে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তার নাম মো. বাবুল সরদার চাখারী বলে জানান। এ ঘটনায় খিলক্ষেত থানায় মামলা হয়েছে।
সূত্রঃ আমাদের সময় ডটকম