হাওর বার্তা ডেস্কঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নার্সেস ডে উদযাপিত হয়েছে। শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে কিশোরগঞ্জ নার্সিং ইন্সটিটিউটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নার্সিং ইন্সটিটিউটের ইনচার্জ সেলিন যমুনা কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ দ্বীন মোহাম্মদ, কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রমজান মাহমুদ, পাবলিক হেলথ নার্স নাজমুন নাহার, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের সাবেক সভাপতি কামরুন্নাহার, নার্সিং ইন্সটিটিউট এর নার্সি ইন্সট্রাক্টর দিপন কুমার দত্ত, ইন্সট্রাক্টর শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী তাহমিনা আক্তার ও রেহানা আক্তার। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন শিক্ষার্থী শান্তা আক্তার। অনুষ্ঠানে নার্সিং ইন্সটিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ ও ক্যাপ পরিধান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অন্যদিকে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যেগে হাসপাতাল সম্মেলন কক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নার্সেস এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আঃ সালাম ভুইয়া। প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য পরিচালক ডাঃ দ্বীন মোহাম্মদ। বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, নার্সিং অফিসার মুহাম্মদ হেলাল উদ্দিন, সেবা তত্ত্বাবধায়ক নাজবীনা খাতুন। সভা পরিচালনায় ছিলেন নার্সেস এসোসিয়েশনের কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক।