এস কে সিনহার হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেন: দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

হাওর বার্তা ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার সকাল সাড়ে নয়টা থেকে ওই দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

দুই ব্যবসায়ী হলেন মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ—ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়েছেন তাঁরা। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

দুদকের দায়িত্বশীল একটি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে এ ব্যাপারে দুদকের কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর