এম.ভি. বাঙ্গালী

ঢাকা টু বরিশাল রুটে যোগ হয়েছে নতুন একটি যাত্রীবাহী জাহাজ এর। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নিজস্ব অর্থায়নে এই জাহাজটি নির্মাণ করা হয়েছে। এর নূন্যতম স্পিড ঘণ্টায় ১১ নটিক্যাল মাইল বা ২০.৩৭ কিলোমিটার। জাহাজটির দৈর্ঘ্য ২৪৭.৭০ এবং প্রস্থ’ ৪১.০১ ফিট, গভীরতা ৯.৮৪ ফিট। জাহাজটি তৈরী করেছে ওয়েস্টার্ন মেনির শিপইয়ার্ড লিমিটেড । ঢাকা থেকে মাত্র পাঁচ ঘণ্টায় জাহাজটি চাঁদপুর হয়ে বরিশাল পৌঁছাতে পারবে। স্টিমারে চলাচলের জন্য যাত্রীদের ই-টিকিটিং-এর ব্যবস্থা থাকবে। যাত্রাপথে চাঁদপুর ঘাটে থামবে এই লঞ্চটি।

যাত্রী ধারণ ক্ষমতা:

‘এমভি বাঙালি’ জাহাজের যাত্রী ধারণ ক্ষমতা ৭৫০ জন, এর মধ্যে ভিআইপি/ফ্যামিলি স্যুট কেবিন চারটি, প্রথম শ্রেণি ডাবল কেবিন ৩৪টি, সিঙ্গেল কেবিন চারটি, দ্বিতীয় শ্রেণি ডাবল কেবিন ১৮টি, দ্বিতীয় শ্রেণি চেয়ার ৮৪ জন, তৃতীয় শ্রেণি মেইন ডেক ৪০০ জন, তুতীয় শ্রেণি আপার ডেক ১৫০ জন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর