কিশোরগঞ্জের ভৈরবে উপজেলার ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন

হাওর বার্তা ডেস্কঃ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হোক মৃত্যুদন্ড। ধর্ষণ নারীর লজ্জা নয়, পুরুষ তুমি মানুষ হও। আর নয় ধর্ষণ, গড়ে তুলুন আন্দোলন। শিশুরা হাসবে খেলবে, ধর্ষণ হবে কেনো। আসুন ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হই, শিশু ধর্ষণ বন্ধ হোক। ইত্যাদি স্লোগানে লেখা পোস্টার, প্লেকার্ড, ব্যানার হাতে নিয়ে দেশব্যাপী চলা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জের ভৈরবের কিছু তরুণ।

‘তারুণ্য’ নামের একটি আয়োজক ব্যানারে আজ তারা ভৈরবের মেঘনা নদীরপাড় এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন। ওই মানববন্ধনে এলাকার স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ-তরুণীরা অংশ নিয়ে সামাজিক ব্যাধি ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। ওই মানববন্ধনে প্রতিবাদের অংশ হিসেবে শিশুরাও অংশ নেয়। তাদের হাতেও ছিলো ধর্ষণের বিরুদ্ধে লেখা স্লোগান।

আজ বেলা ১১টার দিকে সংগঠনের সমন্বয়ক আল ইসলাম নিবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনের আলোচনা সভায় বক্তব্য রাখেন শামীম রহমান জয়, রুবাইয়া রিতি, জান্নাতুল প্রীতি, আরিফুল ইসলাম পাপ্পু, ফারজানা আক্তার, দোলন আক্তার সাধনা প্রমূখ।

এ সময় তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারকদের ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে আরও সচেতন হওয়ার পাশাপাশি কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। সরকারের প্রতি আহ্বান জানান, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করার জন্য।

সূত্র: অর্থসূচক

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর