হাওর বার্তা ডেস্কঃ পবিত্র শবে বরাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১ মে) রাতে সব ধরনের আতশবাজি ফোটানো ও বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিক এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (১৪ শাবান ১৪৩৯ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। তাই এদিন রাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে পহেলা মে সন্ধ্যা ৬টা হতে ২ মে ভোর ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।