আসন্ন ঈদুল আযহায় ঘরমুখো মানুষের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে ৫০২টি বিআরটিসির স্পেশাল বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাইপাস সড়ক পরিদর্শনে এসে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আসন্ন ঈদে যাত্রীদের জন্য ৫০২টি বিআরটিসির স্পেশাল বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া আরও ৬১টি বাস মজুত রাখা হয়েছে। বাসের সংকট দেখা দিলে এসব চলাচল করবে।