পীরগঞ্জে বিয়ের দাবিতে প্রধান শিক্ষকের বাড়িতে অবস্থান নিয়েছে এক ছাত্রী। শিক্ষক ও তার পরিবারের লোকজন ছাত্রীটিকে মারধর বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েটি ‘হয় বিয়ে, নয়তো আতœহত্যা’ এই ঘোষণা দিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়েছে। আজ শনিবার সকালে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের জামদানী গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী ও অবস্থান নেয়া ছাত্রী জানায়, জামদানী গ্রামের আবুল হোসেনর পুত্র ও জামদানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলাম সাবু’র সঙ্গে একই গ্রামের হতদরিদ্র পরিবারের ছাত্রীটির সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিক শিক্ষক মমিনুল একাধিকবার তাকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করে। সম্প্রতি সে মমিনুলকে বিয়ের জন্য চাপ দিলে সে নানা টালবাহনা করতে থাকে।
এক পর্যায়ে আজ শনিবার সকালে বিয়ের দাবিতে ছাত্রীটি প্রধান শিক্ষক মমিনুল ইসলাম সাবু’র বাড়িতে হাজির হয়।