১ কোটি ১৬ লাখ ৬ হাজার ১৭১ জন কর্মী বিদেশ গেছেন

হাওর বার্তা ডেস্কঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, ১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে বাংলাদেশের ১ কোটি ১৬ লাখ ৬ হাজার ১৭১ জন কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গেছেন।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানো একটি চলমান প্রক্রিয়া। বিদ্যমান শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি শ্রম বাজার সম্প্রসারণ ও নতুন বাজার সৃষ্টির লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সরকারের শীর্ষ পর্যায়ে দ্বিপাক্ষিক আলোচনার সময় শ্রম বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। নতুন শ্রম বাজার সৃষ্টির লক্ষ্যে ৫২টি দেশে শ্রম বাজারের চাহিদা নিরূপণের জন্য শ্রম বাজার গবেষণা কার্যক্রম চলমান রয়েছে।

নুরুল ইসলাম বিএসসি বলেন, ওই গবেষণা প্রতিবেদন পর্যালোচনাপূর্বক এ সব দেশে কর্মী পাঠানো নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর