আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর বিভিন্ন পশুর হাট ও আশপাশের এলাকায় আগামী রোববার থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে ।
হাটের পরিবেশ ও ব্যবস্থাপনা দেখার পাশাপাশি আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতিও দেখবেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশন, দক্ষিণ সিটি করপোরেশন ও জেলা প্রশাসকের নির্ধারিত ২৩টি পশুর হাটে শনিবার ভোর থেকে পশু ওঠানোর কথা।
তিনি বলেন, পরদিন অর্থাৎ রোববার থেকে সাতজন ম্যাজিস্ট্রেট এসব হাটে দায়িত্ব পালন করবেন।
তিনি আরও বলেন, ইজারাদাররা যেসব শর্তে ইজারা নিয়েছেন, সেগুলো সঠিকভাবে পালন করছেন কিনা তা ভ্রাম্যমাণ আদালত তা দেখবে। তাছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও দেখবেন তারা।
মুনতাসিরুল ইসলাম বলেন, পশুর হাট ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য পুলিশ প্রস্তুত রয়েছে।প্রত্যেকটি হাটে থাকবে সিসিটিভি ক্যামেরা, জাল টাকা চিহ্নিত করার যন্ত্র ও ওয়াচ টাওয়ার। তাছাড়া ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে।
নির্ধারিত সীমানার বাইরে কেউ হাট বসিয়েছেন কিনা তাও দেখা হবে বলেও জানান তিনি।