হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ দিন ধার্য করে দেন। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাজা বৃদ্ধির এ আবেদন করে দুদক কৌসুলি খুরশীদ আলম খান।
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয় বিশেষ জজ আদালত। তবে সহযোগী ৫ আসামিকে দিয়েছে ১০ বছরের দণ্ড। দুদকের যুক্তি প্রধান আসামি হওয়ার পরেও তাকে ৫ বছরের দণ্ড দেওয়াটা আইনের দৃষ্টিতে বৈষম্যমূলক।