হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার দুপুরে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত রাষ্ট্রপতির ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
ক্রিকেট লীগের উদ্বোধন করেন বিসিবি পরিচালক ও লীগের স্পন্সর প্রতিষ্ঠান এক্সপো চেয়ারম্যান মাহবুব আনাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন-বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, গাজী গোলাম মর্তুজা পাপ্পা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মোঃ আক্তার জামীল, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
পরে অনুষ্ঠানের অতিথিদের নিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের জন্মদিনের কেক কাটেন।
মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগের উপলক্ষে কিশোরগঞ্জ শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে পিচ প্রস্তুতকরণসহ মাঠ পরিচর্যার কাজ সম্পন্ন করা হয়েছে।
আয়োজকরা জানান, কিশোরগঞ্জের প্রথম বিভাগের ১৬টি দল লীগে অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে-মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র, নগুয়া ক্রিকেট ক্লাব, শাহ আলম মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, শহীদ জাকির স্মৃতি সংসদ, ছদরুল আনাম স্মৃতি সংসদ, এলাইড ক্লাব, বিট ক্রিকেট কোচিং সেন্টার, কুটিগির্দ্দী বয়েজ ক্লাব, চাঁদের হাট, অজয় স্মৃতি সংসদ, সৃষ্টি নবীন মেলা, সূর্য সংঘ, মঈনূল স্মৃতি ক্রিকেট ক্লাব, রথখলা ক্রিকেট ক্লাব, উদয়ন ক্রিকেট ক্লাব ও নবদিগন্ত ক্রিকেট ক্লাব।
শনিবার (২৪শে মার্চ) লীগের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ২৯শে মার্চ লীগের ম্যাচ শুরু হবে। ৪টি গ্রুপে বিভক্ত ১৬টি দল গ্রুপ পর্যায়ে মোট ২৪টি ম্যাচ খেলবে। এছাড়া ৪টি কোয়ার্টার ফাইনাল, ২টি সেমিফাইনাল ও একটি ফাইনাল মিলিয়ে লীগে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।