ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দিনমজুরের মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৩২ বার

জাতিসংঘের ৭০তম অধিবেশনের শিশু অধিকার সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক যাচ্ছে দিনমজুরের মেয়ে মনি বেগম (১৬)। এ খবরে জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। শুধু তাই নয়, মনির নিজ উপজেলা কুলাউড়ার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এ বিষয়টি নিয়ে ক্লাসে সরব আলোচনা করছেন। মেয়ের এমন সাফল্যে মা-বাবাও গর্বিতবোধ করছেন।

বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে এ সুযোগ পেল মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মনি বেগম। ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে মনি নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের এ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। সেভ দ্য চিলড্রেন’ ‘এ্যাভরি ওয়ান ক্যাম্পেইন’-এর মাধ্যমে অধিবেশনে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও বাল্যবিয়েসহ চারটি বিষয়ের ওপর আলোকপাত করবে কুলাউড়ার মনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছার কথা রয়েছে তার।

জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের ঘরগাঁও গ্রামের এক দরিদ্র দিনমজুর পরিবারে জন্ম এ মেধাবী শিক্ষার্থীর। পঞ্চম শ্রেণীতে এ-প্লাস ও অষ্টম শ্রেণীতে ৪.৯৬ পেয়ে সে বর্তমানে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে বাণিজ্যিক শাখায় পড়ছে। সে ঘরগাঁও গ্রামের মহরম আলী ও হাওয়া বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান। দুই ভাই ও দুই বোনের মধ্যে মনি বেগম চতুর্থ।

এ ব্যাপারে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাবেদ পাপ্পু জানান, সে রবিবার ঢাকায় পৌঁছেছে। ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের আগে তাকে ঢাকায় তিন দিন বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। তার এ সাফল্যে আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা আনন্দে আজ আত্মহারা। মনি শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গর্ব।

ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুলাউড়ার সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সাংবাদিকদের জানান, আধ্যাত্মিক ভূমি সিলেটের মধ্যে শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিতে কুলাউড়া এমনিতেই রয়েছে এগিয়ে। সে নিজ এলাকা ও দেশের মানুষের কল্যাণে অবদান রাখবে।

মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী জানান, ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে সে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে সে ঢাকায় অবস্থান করছে। সে ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে শিশু অধিকার সম্মেলনে যোগ দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দিনমজুরের মেয়ে

আপডেট টাইম : ১১:১৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫

জাতিসংঘের ৭০তম অধিবেশনের শিশু অধিকার সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে নিউইয়র্ক যাচ্ছে দিনমজুরের মেয়ে মনি বেগম (১৬)। এ খবরে জেলার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের বন্যা। শুধু তাই নয়, মনির নিজ উপজেলা কুলাউড়ার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষকরা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে এ বিষয়টি নিয়ে ক্লাসে সরব আলোচনা করছেন। মেয়ের এমন সাফল্যে মা-বাবাও গর্বিতবোধ করছেন।

বাংলাদেশ থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে এ সুযোগ পেল মৌলভীবাজারের কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মনি বেগম। ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে মনি নিজের মেধা ও যোগ্যতার মাধ্যমে প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে।

নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের এ অধিবেশনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত থাকবেন। সেভ দ্য চিলড্রেন’ ‘এ্যাভরি ওয়ান ক্যাম্পেইন’-এর মাধ্যমে অধিবেশনে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু ও বাল্যবিয়েসহ চারটি বিষয়ের ওপর আলোকপাত করবে কুলাউড়ার মনি। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছার কথা রয়েছে তার।

জানা যায়, পৃথিমপাশা ইউনিয়নের ঘরগাঁও গ্রামের এক দরিদ্র দিনমজুর পরিবারে জন্ম এ মেধাবী শিক্ষার্থীর। পঞ্চম শ্রেণীতে এ-প্লাস ও অষ্টম শ্রেণীতে ৪.৯৬ পেয়ে সে বর্তমানে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে বাণিজ্যিক শাখায় পড়ছে। সে ঘরগাঁও গ্রামের মহরম আলী ও হাওয়া বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান। দুই ভাই ও দুই বোনের মধ্যে মনি বেগম চতুর্থ।

এ ব্যাপারে সুলতানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাবেদ পাপ্পু জানান, সে রবিবার ঢাকায় পৌঁছেছে। ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরের আগে তাকে ঢাকায় তিন দিন বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। তার এ সাফল্যে আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা আনন্দে আজ আত্মহারা। মনি শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, পুরো দেশের গর্ব।

ডাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুলাউড়ার সাবেক এমপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সাংবাদিকদের জানান, আধ্যাত্মিক ভূমি সিলেটের মধ্যে শিক্ষা-সাহিত্য-সংস্কৃতিতে কুলাউড়া এমনিতেই রয়েছে এগিয়ে। সে নিজ এলাকা ও দেশের মানুষের কল্যাণে অবদান রাখবে।

মৌলভীবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক প্রকাশ কান্তি চৌধুরী জানান, ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে সে উত্তীর্ণ হয়েছে। বর্তমানে সে ঢাকায় অবস্থান করছে। সে ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে শিশু অধিকার সম্মেলনে যোগ দেবে।