নকিয়ার নতুন এই ফোনটিতে ‘ডিএসএলআর ক্যামেরা’

হাওর বার্তা ডেস্কঃ শিগগিরই বাজারে আসছে নকিয়ার নতুন ফোন। মডেল নকিয়া এইট প্রো। সম্প্রতি এই ফোনটির তথ্য ও ছবি অনলাইনে ফাঁস হয়েছে।

নকিয়ার নতুন এই ফোনটিতে কোয়ালকমের সর্বাধুনিক প্রসেসর ৮৪৫ থাকছে। এটি একটি ক্যামেরা কেন্দ্রীক ফোন।

ফোনটিতে রোটেটিং ক্যামেরা মডিউড ব্যবহার করা হয়েছে। নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল দাবি করছে নতুন এই নকিয়া ফোন ডিএসএলআর ক্যামেরার বিকল্প হিসেবে কাজ করবে।

এতে অ্যাডভান্সড ক্যামেরা ফিচার সমৃদ্ধ পেন্ট্রা-লেন্স ব্যবহার করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সম্বলিত এই ফোনটি আকর্ষণীয় স্লিম ডিজাইনে বাজারে আসবে। ফোনটির রিয়ার এবং ফ্রন্টে থ্রিডি গ্লাস ব্যবহার করা হয়েছে। এর বিস্তারিত কনফিগারেশন জানা যায়নি।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর