ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এখন কেউ বাসায় আসলে খানাপিনার বদলে ওয়াইফাইয়ের খোঁজ নেয় : মোস্তাফা জব্বার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগে যখন কেউ বাসায় বেড়াতে আসতো তখন খানাপিনার খোঁজ নিতো। আর এখন বাসায় বেড়াতে এসে খোঁজ নেয় ওয়াইফাই ও এর পাসওয়ার্ডের। এ থেকে বোঝা যায় যে, বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে কতটা এগিয়ে যাচ্ছে।

সোমবার রাতে ফোর জি লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, আগে ফোন করার জন্য ১৪টাকা এবং ফোন ধরার ১২টাকা ব্যয় করতে হতো।এখন সেরকমটা নেই। ব্যয় কমে হাতের নাগালে চলে এসেছে। বর্তমানে কলরেটে ১০ টাকা দিয়ে অনেক সময় কথা বলা যায়। যা অত্যন্ত আনন্দের এবং গর্বের।

তিনি আরও বলেন, আজ আমরা ফোর-জিতে পা দিলাম।বাংলাদেশ আরও একটি ইতিহাসের সাক্ষী হলো। একসময় বাংলাদেশকে অনেকে হেয় করেছে। তলাবিহীন ঝুড়ি বলেছিল। কিন্তু আজ আমরা দেখিয়ে দিতে পেরেছি যে, বাঙালি জাতি সব পারে।

মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ১৯৯৭ সালে উদ্যোগ না নিলে আজ আমরা ফোর জির যুগে প্রবেশ করতে পারতাম না। এজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসী তার প্রতি কৃতজ্ঞ।

এসময় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মস্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

এখন কেউ বাসায় আসলে খানাপিনার বদলে ওয়াইফাইয়ের খোঁজ নেয় : মোস্তাফা জব্বার

আপডেট টাইম : ০৪:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০১৮

হাওর বার্তা ডেস্কঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আগে যখন কেউ বাসায় বেড়াতে আসতো তখন খানাপিনার খোঁজ নিতো। আর এখন বাসায় বেড়াতে এসে খোঁজ নেয় ওয়াইফাই ও এর পাসওয়ার্ডের। এ থেকে বোঝা যায় যে, বাংলাদেশ তথ্য প্রযুক্তিতে কতটা এগিয়ে যাচ্ছে।

সোমবার রাতে ফোর জি লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রী এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, আগে ফোন করার জন্য ১৪টাকা এবং ফোন ধরার ১২টাকা ব্যয় করতে হতো।এখন সেরকমটা নেই। ব্যয় কমে হাতের নাগালে চলে এসেছে। বর্তমানে কলরেটে ১০ টাকা দিয়ে অনেক সময় কথা বলা যায়। যা অত্যন্ত আনন্দের এবং গর্বের।

তিনি আরও বলেন, আজ আমরা ফোর-জিতে পা দিলাম।বাংলাদেশ আরও একটি ইতিহাসের সাক্ষী হলো। একসময় বাংলাদেশকে অনেকে হেয় করেছে। তলাবিহীন ঝুড়ি বলেছিল। কিন্তু আজ আমরা দেখিয়ে দিতে পেরেছি যে, বাঙালি জাতি সব পারে।

মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ১৯৯৭ সালে উদ্যোগ না নিলে আজ আমরা ফোর জির যুগে প্রবেশ করতে পারতাম না। এজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেশবাসী তার প্রতি কৃতজ্ঞ।

এসময় অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মস্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর শিকদার, গ্রামীণফোন, রবি, বাংলালিংক, টেলিটকের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।