হাওর বার্তা ডেস্কঃ ফোর জি তরঙ্গ সেবা সবার কাছে পৌঁছে দিতে আগামী ছয় মাসের মধ্যে বাজারে ফোর জি হ্যান্ডসেট আনতে যাচ্ছে টেলিফোন শিল্প সংস্থা ‘টেশিস’। এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার।
আজ রোববার সকালে টেলিটক লিমিটেড এর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এছাড়াও টেলিটককে অন্য অপারেটরের সাথে প্রতিযোগিতায় আনার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী নেটওয়ার্ক সম্প্রসারণে সরকার কাজ করছে বলে জানান মন্ত্রী মোস্তফা জব্বার।
তিনি বলেন, ফোর জি দ্রুত চালু হবার পাশাপাশি আমরা যাতে ফোর জি সেট বাংলাদেশে বানাতে পারি তার উদ্যোগও নিয়েছি। সরকারি প্রতিষ্ঠান হিসেবে টেলিটক যাতে অন্যদের সাথে প্রতিযোগিতায় সক্ষম হতে পারে।
মন্ত্রী আরও বলেন, আমাদের আরেকটি প্রত্যাশা হচ্ছে যেসব জায়গাতে বাণিজ্যিক কারনে কোন টেলকো যাবে না সেসব জায়গাতে আমরা টেলিটককে ব্যবহার করবো।