মক্কার মসজিদুল হারামে ক্রেন ভেঙে পড়ে শতাধিক মুসল্লির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।
শনিবার এক শোক বার্তায় রওশন এরশাদ বলেন, ‘হজের জন্য সারা বিশ্বের লাখ লাখ মুসলমান এখন সৌদি আরবে অবস্থান করছেন। এ সময় যে দুর্ঘটনা ঘটেছে তা অনাকাক্সিক্ষত। মুসলিম বিশ্ব আজ মর্মাহত। শুধু মসজিদুল হারাম নয়, সব জায়গায় আগে থেকেই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দরকার ছিল সৌদি কর্তৃপক্ষের। তাহলে এমন দুর্ঘটনা ঘটত না।
মসজিদুল হারামে দুর্ঘটনায় যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিরোধীদলীয় নেতা। একই সঙ্গে আহতদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি ।