ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মক্কায় ২৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫
  • ৪৩৮ বার

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব এসে মক্কা আল মোকাররমায় মারা গেছেন নারীসহ আরো দুই বাংলাদেশি হজযাত্রী। এ নিয়ে এ বছর সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৬ জন।

বুধবার মক্কার আল নুর হাসপাতালে মারা যান ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার সামসুন নাহার (৫৮)। তার পাসপোর্ট নাম্বার বিই০৭৪৭৩৬০ এবং হজ আইডি নাম্বার ১০৩২১৪৫।

সামসুন নাহার মিনার ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ১৯ আগস্ট সৌদি আরব আসেন।

বুধবার রাত ১০টার দিকে মক্কার মিসফালা এলাকায় মারা যান নওগাঁ জেলার মানদা উপজেলার বাদলঘাটা এলাকার মো. তাহের আলী মোল্লা (৭২)। তার পাসপোর্ট নাম্বার বিই ০১৬৯১৮৮ হজ আইডি নং ০০৭৪০৮৫।

তিনি হজ পালনের জন্য গত ৫ সেপ্টেম্বর সৌদি আরব এসেছিলেন।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মক্কার মিসফালা এলাকায় মারা যান রাজশাহী জেলার পবা উপজেলার মো. রুস্তম আলী (৫৯)। তার পাসপোর্ট নাম্বার বিই০১৪১১২০ এবং হজ আইডি নং ০৭৩০০৩৬।

তিনি গত ৩ সেপ্টেম্বর সৌদি আরব এসেছিলেন।

মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মক্কায় ২৭ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন

আপডেট টাইম : ১১:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব এসে মক্কা আল মোকাররমায় মারা গেছেন নারীসহ আরো দুই বাংলাদেশি হজযাত্রী। এ নিয়ে এ বছর সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে। এর মধ্যে পুরুষ ২১ জন ও নারী ৬ জন।

বুধবার মক্কার আল নুর হাসপাতালে মারা যান ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার সামসুন নাহার (৫৮)। তার পাসপোর্ট নাম্বার বিই০৭৪৭৩৬০ এবং হজ আইডি নাম্বার ১০৩২১৪৫।

সামসুন নাহার মিনার ট্রাভেলসের মাধ্যমে হজ পালনের উদ্দেশ্যে গত ১৯ আগস্ট সৌদি আরব আসেন।

বুধবার রাত ১০টার দিকে মক্কার মিসফালা এলাকায় মারা যান নওগাঁ জেলার মানদা উপজেলার বাদলঘাটা এলাকার মো. তাহের আলী মোল্লা (৭২)। তার পাসপোর্ট নাম্বার বিই ০১৬৯১৮৮ হজ আইডি নং ০০৭৪০৮৫।

তিনি হজ পালনের জন্য গত ৫ সেপ্টেম্বর সৌদি আরব এসেছিলেন।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে মক্কার মিসফালা এলাকায় মারা যান রাজশাহী জেলার পবা উপজেলার মো. রুস্তম আলী (৫৯)। তার পাসপোর্ট নাম্বার বিই০১৪১১২০ এবং হজ আইডি নং ০৭৩০০৩৬।

তিনি গত ৩ সেপ্টেম্বর সৌদি আরব এসেছিলেন।

মক্কাস্থ বাংলাদেশ হজ মিশনের হেল্প ডেস্ক বিষয়টি নিশ্চিত করেছে। এ বছর মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশির হজ পালনের কথা রয়েছে।