শেখ হাসিনার অধীনে উপনির্বাচনে অংশ নেয়ার কারণ ব্যাখ্যা করলেন কাদের সিদ্দিকী

আব্দুল লতিফ সিদ্দিকীর আসন টাঙ্গাইল-৪ (কালিহাতী) থেকে উপ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লিগের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি এ ঘোষণা দেন তিনি।

আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ থেকে পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। ইসলাম নিয়ে কটূক্তি করায় প্রথমে মন্ত্রিপরিষদ এবং পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয় আব্দুল লতিফ সিদ্দিকীকে। পরে তিনি সংসদ থেকে পদত্যাগ করেন।

এ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘বর্তমান সরকারের অধীনে নয় কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশ নেবে।’

জাতীয় নির্বাচন ও সিটি কর্পোরেশন নির্বাচনে জালিয়াতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকারের আমলে উপনির্বাচনেও কি হয় তা জনগণকে দেখাতেই নির্বাচনে অংশ নেবেন তারা।’ তবে তিনি আশা করছেন নিজেদের দুর্নাম ঘোচানোর জন্য হলেও সরকার এই উপনির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর