হাওর বার্তা ডেস্কঃ হাওরের ফসলরক্ষা বাঁধের কাজে কাবিটা নীতিমালা না মেনে বাঁধের কাছ থেকে মাটি তোলা, যেনতেনভাবে বাঁধ নির্মাণের কাজ করা এবং মোট বরাদ্দের প্রথম কিস্তির টাকা অনুযায়ী কাজের মান সন্তোষজনক না হওয়ায় ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল ও ধানকুনিয়া হাওরের ৩৯টি প্রকল্প বাস্তবায়ন কমিটিকে (পিআইসি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কাবিটা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মামুন খন্দকার স্বাক্ষরিত এ নোটিশ সংশ্লিষ্ট পিআইসি কমিটির সভাপতি ও সদস্য সচিবের কাছে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার ইউএনও মো.মামুন খন্দকার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার চন্দ্র সোনারথাল হাওরের ফসল। রক্ষা বাঁধের ৩৮টি ও ধানকুনিয়া হাওরের ১টি প্রকল্প কাজ পরিদর্শন করেন। এ সময় তিনি ধানকুনিয়া হাওরের ১টি বাঁধের প্রকল্প কাজ বন্ধ দেখতে পান এবং চন্দ্র সোনারথাল হাওরের ৩৮টি প্রকল্পে নীতিমালা না মেনে দায়সারাভাবে কাজ চলার বিষয়টি প্রত্যক্ষ করেন। তাই ওইসব পিআইসিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন ইউএনও।
ইউএনও মো.মামুন খন্দকার বলেন, ‘নীতিমালা না মেনে কাজ করায় এবং কাজের মান সন্তোষজনক না হওয়ায় দুটি হাওরের ৩৯টি পিআইসিকে দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।