হাওর বার্তা ডেস্কঃ বাবা-মা বিয়ে ঠিক করেছেন। কিন্তু বিয়েতে রাজি নয় মেয়েটি। উপায় না দেখে বিয়ে পাকার দিনই বাড়ি থেকে পালাল নাবালিকা পাত্রী। এরপর সোজা থানায়। অবশেষে মেয়েটির বাবা–মাকে ডেকে পাঠিয়ে বিয়ে বন্ধ করে পুলিশ।
ভারতীয় গণমাধ্যমের খবর, খড়ার পুরসভার ১০নং ওয়ার্ডের উদয়গঞ্জে দিনমজুর জয়দেব মালিকের মেয়ে সরস্বতীর বিয়ে ঠিক হয়েছিল এক যুবকের সঙ্গে। দেখাশোনা পর্বের পর রোববার বিয়ের দিনক্ষণ ঠিক করতেই পাত্রপক্ষ থেকে কয়েকজন এসেছিলেন তাদের বাড়িতে। কিন্তু বিয়েতে মত ছিল না সরস্বতীর। তার ইচ্ছে পড়াশোনা করার। বাবা-মাকে তার ইচ্ছার কথা জানিয়েও লাভ হয়নি। উপায় না দেখে বিয়ে পাকা করার দিনই বাড়ি থেকে পালিয়ে যায় মেয়েটি।
থানায় গিয়ে পুলিশের কাছে নিজের ইচ্ছার কথা জানায় সে। পরে থানায় মেয়েটির বাবা-মাকে ডেকে পাঠানো হয়। পুলিশ বোঝানোর পর তারা মেয়ের বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন।