মনোয়ার হোসাইন রনি (কিশোরগঞ্জ থেকে): কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম উপজেলার আওয়ামী লীগ তথা হাওরবাসীরা বলেন দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন পাওয়ার খবরের পর ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের সকলকে দ্বিতীয় বারে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে মনোয়ন দেওয়ায় হাওরবাসী সকলকে মিষ্টিমুখ ও আনন্দ করিয়েছেন।
ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের কয়কজন হাওর বার্তাকে বলেন, গত বুধবার রাতে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার খবরটি যখন পান তখন হাজী মোঃ সোলাইমান বিল্লাল হোসেন আজিজুল হক মশিউর চৌধুরী মেজবা উদ্দিন কয়েকজন উনার সামনে উপস্থিত ছিলেন। মহামান্যের কাছে সরকারের একজন মন্ত্রী ফোনে প্রথম সংবাদটি দেয়। ফোনে কথা বলার ধরণ দেখেই আমরা বুঝতে পারছিলাম ওপ্রান্ত থেকে কি বলা হচ্ছে। তাই ফোন রাখার সাথে সাথে আমরা মহামান্যকে বললাম, নিশ্চয়ই আমাদের প্রত্যাশিত সংবাদ। উত্তরে তিনি বললেন ‘হ্যাঁ, ঠিকই ধরেছ। আমিই দলের মনোনয়ন পেয়েছি।’ তৎক্ষনাৎ খুশিতে আমার চোখ ছলছল করে ওঠল। আমাদের সামনে আপ্যায়নের মিষ্টান্ন ছিল। আমি ওঠে দাড়িয়ে মহামান্য রাষ্ট্রপতিকে প্রথম মিষ্টি খাইয়ে দিলাম। উপস্থিত সবাই করতালির মাধ্যমে মহামান্যকে অভিনন্দন জানাল।
সাইদুর রহমানের ভাষায়, আসলে সেদিনের আনন্দানুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। বঙ্গভবনে মহামান্যের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। এরপর দলীয় ও কাছের মানুষদের ফোন করে বিষয়টি জানালাম। পরের দিন আবার বঙ্গভবনে গেলাম। ঢাকাস্থ অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির ও অষ্টগ্রাম উপজেলা সমিতির পক্ষ থেকে আমরা মহামান্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালাম।
অষ্টগ্রাম আওয়ামী লীগ ও আমার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই রকম একটি সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য। আমি মহামান্য রাষ্ট্রপতির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।।
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন দেয়ার আনন্দে মিষ্টি বিতরণ করেছে অষ্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ।
মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইটনা, মিঠামইন, অষ্টগ্রামের সকল জনগণ উপস্থিত প্রমুখ।
মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় উনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়েছে।
শুক্রবার কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার মধ্যঅষ্টগ্রাম ৭ নং ওয়ার্ডের কাটার হাটিতে স্থাপিত জাগো-৭১ ক্লাবের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে নির্বাচনে মো. আবদুল হামিদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর ফলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দ্বিতীয় মেয়াদেও আবদুল হামিদের দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।