রাষ্ট্রপতিকে ঢাকাস্থ-কিশোরগঞ্জ-অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা কল্যাণ সমিতির অভিনন্দন জানিয়েছেন

হাওর বার্তা ডেস্কঃ দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন দেয়ায় অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতি।

গতকাল বৃহস্পতিবার রাতে অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল ফুলের তোড়া দিয়ে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সংসদীয় আসনের সাংসদ প্রকৌশলী রেজওয়ান আহম্মদ তৌফিক এ সময় উপস্থিত ছিলেন।

অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সভাপতি আলহাজ্ব মো: সোলায়মান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, অষ্টগ্রাম আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ, রোটারিয়ান কামরুল হাসান বাবু, সাংবাদিক গোলাম রসূল, মো: নাসির উদ্দিন ভুইয়া, বাবু রাজেন্দ্র দেব মন্টু, মো: আজিজুল হক, মো: মশিউর চৌধুরী মেজবা, আব্দুল গনি তোতা মিয়া , মো: কামরুল ইসলাম চৌধুরী, মো: শফিকুল ইসলাম মান্নান, মো: হুমায়ুন কবির চৌধুরী, এস এম গোলাম সোবহান শিকুল প্রমুখ।

অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির শুভেচ্ছা জানানোর ঠিক আগ মুহুর্তে বঙ্গভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি পদে মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ মহোদয়ের নিকট মনোনয়ন সংক্রান্ত বোর্ডের আনুষ্ঠানিক সিদ্ধান্তপত্র হস্তান্তর করেন।

উল্লেখ্য, রাষ্ট্রপতি পদে নির্বাচনে মো. আবদুল হামিদকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর ফলে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দ্বিতীয় মেয়াদেও হামিদের দায়িত্ব গ্রহণ প্রায় নিশ্চিত।

গত বুধবার (৩১ জানুয়ারি) রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর