হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় শিক্ষার্থীদের নিয়ে সততা সংঘের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকালে মিঠামইন উপজেলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়াম কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে মিঠামইন উপজেলা প্রশাসন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ।
জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস-এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন-দুদকের পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) মো. মনিরুজ্জামান, ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সাহিদ ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসলিমা আহমেদ পলি প্রমুখ।
এতে তমিজা খাতুন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
এছাড়াও কমিশনার ড. নাসিরউদ্দিন আহমেদ উপজেলার বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোরসহ রাষ্ট্রপতির বাসভবন পরিদর্শন করেন।