হাওর বার্তা ডেস্কঃ হাইল হাওরের পুরোনো ঐতিহ্য ‘পলো বাওয়ার’ সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে এবং হাওর, নদী ও বিল খনন এবং দখলমুক্ত রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজন করা হয় মাছ ধরা উৎসব।
সম্প্রতি শ্রীমঙ্গলের রাজাপুরের পেছেনে হাইল হাওরের হিংরাইল গাঙ এ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এই উৎসব হয়। উৎসবে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় দুই শতাধিক মানুষ অংশ নেন। যারা বড় মাছ পান তাদেরকে প্রেসক্লাবের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়।
উৎসবের আহ্বায়ক বিকুল চক্রবর্তী বলেন, “হাওর রক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের অনেকেই মাছ ধরার পলো চেনে না। নতুন প্রজন্মের মধ্যে বাঙালির ঐতিহ্যবাহী মাছ শিকারের এ সামগ্রী ও কৌশল সম্পর্কে জানানো ছিল উৎসবের উদ্দেশ্য। এছাড়া হাওর দখলমুক্ত করার একটি প্রয়াস এটি।