হাওর বার্তা ডেস্কঃ দেশের দ্বিতীয় রামসার সাইট ও জীববৈচিত্র্যের ভাণ্ডারখ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। অতিথি পাখির অভয়াশ্রম হিসেবে পরিচিত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে শীতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি আসতো। কিন্তু এবার পাল্টে গেছে দৃশ্যপট। জলাভূমিতে শীত এসেছে, কিন্তু পাখির দেখা নেই।
২০০০ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এই হাওরকে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হাওরের রক্ষণাবেক্ষণের কাজ করছে বেসরকারি সংস্থা আইইউসিএন।
স্থানীয়রা বলছেন, অবাধে পাখি শিকার, হিজল ও করচ গাছের বন কেটে ফেলা এবং হাওরে পানি না কমায় এ বছর পাখি আসা কমে গেছে।
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায়, স্থানীয় প্রশাসনকে আরও গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। তবে, জেলা প্রশাসন বলছে, হাওরের জীববৈচিত্র্য রক্ষায় নজরদারি বাড়ানো হয়েছে।