জাকির হোসাইনঃ ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার বনভোজন ২০১৮ ঢাকার নন্দন পার্ক সাভারে অনুষ্টিত হয়। বনভোজনে শতাদিক সদস্য অংশ গ্রহন করেন। সকল সদস্যদের সম্মতিতে জেলার সমিতির জুরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ হারুন অর রশীদ এসপি গাজীপুর ( বার পিপিএম বিপিএম ) কে সভাপতি হাজী আক্কাছ আলী বেপারীকে সাধারণ সম্পাদক করে জেলায় নতুন কমিটি নিবার্চিত করা হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে
ছিলেন কিশোরগঞ্জ ৪ – ( মিঠামইন অষ্টগ্রাম ইটনা)আসনে প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক এমপি ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির সাবেক সভাপতি প্রকৌশলী মোঃ ইউসুফ মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা সমিতির সভাপতি হাজী মোঃ সোলেইমান ও সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সাংবাদিক রাজেন্দ্র মন্টু মোঃ আজিজুল হক বিল্লাল হোসেন এ্যাডভোকেট আলাউদ্দিন সহ অনন্য সদস্যরা উপস্থিত ছিল। সকল সদস্যরা সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন।
প্রত্যক বসৎর গাজীপুর জেলার এসপি মোহাম্মদ হারুন অর রশীদের উদ্দ্যেগে বিভিন্ন জায়গায় বনভোজনের আয়োজন করে থাকেন। সাভারের নবীনগর-চন্দ্রা হাইওয়ের বাড়ইপাড়া এলাকায় প্রায় ৩৩ একর জমির উপর ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলার পিকনিক ২০১৮ সালের জানুয়ারী মাসে নন্দন থিম পার্কে আয়োজন হয়। নন্দন থিম পার্কটির বিশেষত্ব হচ্ছে সবুজের সমারোহ আনন্দ উল্লাসের জায়গায়। হাটতে হাটতে ক্লান্ত হলে/জিরিয়ে নিতে বসতে পারেন ঘাসের সবুজ গালিচাতে। আন্তর্জাতিক মানের রাইড, মানসম্পন্ন খাবারের দোকান ও প্রাকৃতিক পরিবেশ সত্যিই ভ্রমনকারীদের বারংবার নন্দন পার্কে আসার ইচ্ছা জাগায়। সাথে রয়েছে সুনিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা ও হকার মুক্ত পরিবেশ। সকাল বেলা বাপা পিঠা চিতল পিঠা বিভিন্ন রকম ভর্তা দিয়ে নাস্তার মধ্য দিয়ে আনন্দ উল্লাসের যাত্রা শুরু হয়। দুপুরে খাবারের ব্যবস্থা বিভিন্ন শিল্পীদের নিয়ে গান ও বনভোজনের লটারি বিভিন্ন উপহার দিয়ে শুরু করেন অনুষ্ঠান। সকলে মুগ্ধ হন নন্দন পার্কের আয়োজনে। নন্দন পার্কটি উদ্বোধনের পর থেকেই বিশেষ দিন যেমনঃ স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, পূজা, ১লা বৈশাখ ও বিভিন্ন উপলক্ষ্যে কনসার্টের আয়োজন হয়ে আসছে। তাছড়া কর্পোরেট পিকনিক, সভা /সেমিনার, মিটিং এর আয়োজন করা যায় এখানে। বিভিন্ন প্যাকেজের বিস্তারিত জানতে পারবেন এখানে।
বিদেশী রাইডের সমন্বয়ে নন্দন পার্কটি সাজানো। আকর্ষনীয় রাইডগুলোর মধ্যে রয়েছে ক্যাবল কার, ওয়েব পুল, জিপ স্লাইড, রক ক্লাইমরিং, রিপলিং, মুন রেকার, কাটার পিলার, ওয়াটার কোস্টার, আইসল্যান্ড, প্যাডেল বোট। এছাড়া রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড।
এখানে প্রবেশ মূল্য তিনভাবে বিভক্ত। নন্দন পার্কে প্রবেশ মূল্য ৯০ টাকা। পার্কে প্রবেশ মূল্য ও ওয়াটার ওয়ার্ল্ডের সমস্ত রাইড ব্যবহার ফি ২৫০ টাকা। ওয়াটার ওয়ার্ল্ডের রাইড ব্যবহার বাদে ১২০ সেমির উপর উচ্চতা সম্পন্নদের পার্কে প্রবেশ ও সব রাইড ১৫০ টাকা। ১৫০ সেমির নিচে উচ্চতা সম্পন্নদের পার্কে প্রবেশ ও সব রাইড ২০০ টাকা এবং ৮০ সেমির নিচে যাদের উচ্চতা তাদের কোন ফি প্রদান করতে হয় না। এছাড়া পার্কের ভেতর প্রত্যেকটি রাইডের নিকট টিকেট কাউন্টার রয়েছে। কেউ ইচ্ছে করলে শুধু পার্কের প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করার পর ইচ্ছামত রাইডগুলোতে টিকেট কেটে উঠতে পারবে। রাইডগুলোর ফি ১০-৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ। বিস্তারিত জানতে পারবেন এখানে।
রবিবার থেকে বৃহস্পতিবারে সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকে। শুধুমাত্র শুক্রবার সকাল ১০ টা থেকে রাত ৮ ট পর্যন্ত খোলা থাকে।
ঢাকার মতিঝিল থেকে এখানে বাসযোগে পৌঁছতে সময় লাগে প্রায় দুই ঘন্টা। হানিফ, সুপার ও আজমেরী বাস সার্ভিস যোগে নন্দনে যাতায়াত করা যায়। আবাবিল পরিবহন মতিঝিল থেকে ছেড়ে গুলিস্তান, মগ বাজার, মহাখালি, বনানি, উত্তরা, আশুলিয়া ইপিজেড হয়ে যায়।
এছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও এখানে আসা যায়। নন্দন পার্কের সামনে প্রায় ১,৫০০ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।