ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির বনভোজনে গিয়ে নন্দন পার্কের কিছু চিত্র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮
  • ৫৩৭ বার

জাকির হোসাইনঃ ঢাকা থেকে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে চন্দ্রা ও বিকে এসপির মাঝামাঝি বারইপাড়া এলাকায় নন্দন পার্কের অবস্থান। ৩৩ একর জমির ওপর তৈরি পার্কটি ২০০৩ সালের ২ অক্টোবর দর্শনার্থীদের জন্য খোলা হয়।

Image may contain: 1 person, sky and outdoor

সঙ্গেই রয়েছে বিভিন্ন রকম‘ওয়াটার ওয়ার্ল্ড’। এটি চালু হয়ে ছিল ২০০৪ সালে কোন এক মাসে।
সবুজে ঘেরা মনোরম আলোচিত এই পার্কটি যুক্তরাজ্য থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভারতের নিকো পার্ক রিসোর্ট ও প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় তৈরি করা হয় জিরাবুতে ।

Image may contain: 1 person, outdoor

বিভিন্ন রকম খাবারের জন্য রয়েছে চারটি ফুড কোর্ট। লকার ও ড্রেসিংরুমের সুবিধাও রয়েছে এই পার্কের ভিতরে।

নন্দন পার্কটি বিভিন্ন ধরনের বিদেশি রাইডের সমন্বয়ে সাজানো। আধুনিক ও আকর্ষণীয় রাইডগুলোর তালিকায় রয়েছে ওয়াটার কোস্টার, কাটারপিলার, আইসল্যান্ড, প্যাডেল বোট, রিপলিং, মুন রেকার, রক ক্লাইমরিং, ওয়েব পুল, জিপ স্লাইড, কেবল কার, বাম্পার কার, নেট-এ-বল, সফট বল ক্যানন ইত্যাদি।

Image may contain: 1 person, sitting, child, tree and outdoor

ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে আটটি রাইড। শিশুদের জন্য রয়েছে কেভ ট্রেন, ফ্লাই গো রাউন্ড, মিনি ক্রারোসলি ইত্যাদি রাইড।

থিম, কিডস ও ওয়াটার ওয়ার্ল্ডে মোট ২৭টি রাইড রয়েছে। দেশের প্রথম ৫ডি সিনেমা থিয়েটার ও ২০১৭ সালে সর্বাধুনিক ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল মুভি থিয়েটার চালু হয় এখানে।
মিনি প্যাকেজে প্রবেশ মূল্যসহ দুটি রাইড ব্যবহার ফ্রি ২৯৫ টাকা।

Image may contain: 1 person, outdoor

পার্কে প্রবেশ ও ওয়াটার ওয়ার্ল্ডের সব রাইড ব্যবহার ফি ৫২০ টাকা। এ ছাড়া রয়েছে বিভিন্ন প্যাকেজ মূল্য ও ছাড়ের ব্যবস্থা বিভিন্ন দিনে।

Image may contain: 1 person, standing and outdoor

রবি থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। সুন্দর মনোরম পরিবেশে অনেকে সকাল থেকে বিকাল পযর্ন্ত ঘুরফেরা করে।

Image may contain: 1 person, standing and outdoor

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ঢাকাস্থ কিশোরগঞ্জ জেলা সমিতির বনভোজনে গিয়ে নন্দন পার্কের কিছু চিত্র

আপডেট টাইম : ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০১৮

জাকির হোসাইনঃ ঢাকা থেকে সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে চন্দ্রা ও বিকে এসপির মাঝামাঝি বারইপাড়া এলাকায় নন্দন পার্কের অবস্থান। ৩৩ একর জমির ওপর তৈরি পার্কটি ২০০৩ সালের ২ অক্টোবর দর্শনার্থীদের জন্য খোলা হয়।

Image may contain: 1 person, sky and outdoor

সঙ্গেই রয়েছে বিভিন্ন রকম‘ওয়াটার ওয়ার্ল্ড’। এটি চালু হয়ে ছিল ২০০৪ সালে কোন এক মাসে।
সবুজে ঘেরা মনোরম আলোচিত এই পার্কটি যুক্তরাজ্য থেকে প্রযুক্তি ও ডিজাইন নিয়ে ভারতের নিকো পার্ক রিসোর্ট ও প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় তৈরি করা হয় জিরাবুতে ।

Image may contain: 1 person, outdoor

বিভিন্ন রকম খাবারের জন্য রয়েছে চারটি ফুড কোর্ট। লকার ও ড্রেসিংরুমের সুবিধাও রয়েছে এই পার্কের ভিতরে।

নন্দন পার্কটি বিভিন্ন ধরনের বিদেশি রাইডের সমন্বয়ে সাজানো। আধুনিক ও আকর্ষণীয় রাইডগুলোর তালিকায় রয়েছে ওয়াটার কোস্টার, কাটারপিলার, আইসল্যান্ড, প্যাডেল বোট, রিপলিং, মুন রেকার, রক ক্লাইমরিং, ওয়েব পুল, জিপ স্লাইড, কেবল কার, বাম্পার কার, নেট-এ-বল, সফট বল ক্যানন ইত্যাদি।

Image may contain: 1 person, sitting, child, tree and outdoor

ওয়াটার ওয়ার্ল্ডে রয়েছে আটটি রাইড। শিশুদের জন্য রয়েছে কেভ ট্রেন, ফ্লাই গো রাউন্ড, মিনি ক্রারোসলি ইত্যাদি রাইড।

থিম, কিডস ও ওয়াটার ওয়ার্ল্ডে মোট ২৭টি রাইড রয়েছে। দেশের প্রথম ৫ডি সিনেমা থিয়েটার ও ২০১৭ সালে সর্বাধুনিক ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল মুভি থিয়েটার চালু হয় এখানে।
মিনি প্যাকেজে প্রবেশ মূল্যসহ দুটি রাইড ব্যবহার ফ্রি ২৯৫ টাকা।

Image may contain: 1 person, outdoor

পার্কে প্রবেশ ও ওয়াটার ওয়ার্ল্ডের সব রাইড ব্যবহার ফি ৫২০ টাকা। এ ছাড়া রয়েছে বিভিন্ন প্যাকেজ মূল্য ও ছাড়ের ব্যবস্থা বিভিন্ন দিনে।

Image may contain: 1 person, standing and outdoor

রবি থেকে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ৮টা, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। সুন্দর মনোরম পরিবেশে অনেকে সকাল থেকে বিকাল পযর্ন্ত ঘুরফেরা করে।

Image may contain: 1 person, standing and outdoor