হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জে বোর আবাদে ব্যস্ত হয়ে পড়েছে চাষীরা তীব্র শৈত্য প্রবাহের জের কাটিয়ে। সদর উপজেলা কৃষি বিভাগ জানায়, তীব্র শৈত্য প্রবাহের কারণে সঠিক সময়ে বোর আবাদে কৃষকরা মাঠে নামতে না পাড়ায় এখন তারা কোমর বেঁধে মাঠে নেমেছে। খাওয়া নাওয়া ছেড়ে মাঠেই সময় কাটাচ্ছেন কৃষকরা।
সদর উপজেলা কৃষি অফিসার দিলরুবা ইয়াসমিন জানান,এবছর উপজেলারয় ৮ হাজার ৮ শত ১০ হেক্টর জমিতে বোর আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও তীব্র শীতের কারণে এখন পর্যন্ত ৩ হাজার হেক্টর জমিতে বোর আবাদ করা হয়েছে। অবশিষ্ট জমিতে বোর আবাদ এগিয়ে চলছে।
তিনি আরও জানান তীব্র শৈত্য প্রবাহের কারণে কিছু বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় বোর আবাদ করতে কৃষকদেরকে বেগ পোহাতে হচ্ছে। বীজতলা রক্ষণাবেক্ষণের জন্য কৃষি বিভাগ কৃষকদেরকে পলিথিন দিয়ে ঢেকে রাখা ও কুয়াশা ভেংগে দেওয়াসহ প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।