হাওর বার্তা ডেস্কঃ মুন্সীগঞ্জ সদর, গজারিয়া, টঙ্গীবাড়ী, সিরাজদিখাঁন ও শ্রীনগর উপজেলায় এবার টমেটোর বেশ চাষ হয়েছে। কিছু কিছু জমির টমেটো বিক্রি শুরু হলেও বেশিরভাগ জমির টমেটোই এখনও বিক্রির উপযোগী হয়নি।
টমেটো গাছের পরিচর্যায় স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন জেলার নারী শ্রমিকরা কাজ করছেন। জমিতে এসেই পাইকাররা টমেটো কিনে নিয়ে যান।
জেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর জানান, জৈব সার ব্যবহারের কারণে বিষমুক্ত এসব টমেটোর চাহিদা অনেক বেশি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, মুন্সীগঞ্জে সোনালী, ক্যাপ্টেন, মানিক, রতন, মিন্টু সুপারসহ বিভিন্ন জাতের টমেটো হয়ে থাকে। এই বছর ২০৯ হেক্টর জমিতে টমেটোর চাষ হয়েছে।