হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রামের বাঙ্গালপাড়া ইউনিয়নে অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী চৌদ্দমাদল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ রেজওয়ান আহাম্মদ তৌফিক।
গতকাল রোববার উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
সাংসদ তৌফিকের আগমন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে মেলা কমিটি।
তিনি সমাবেশে বক্তব্য রাখেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি ধন্যবাদ জানিয়ে মেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি হিন্দু ধর্মাবলম্বীদের সকল ধরণের সহায়তারও আশ্বাস দেন।
এ সময় অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, ভাইস-চেয়ারম্যান মানিক কুমার দেব, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা, বাঙ্গালপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এনামুল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রী শ্রী চৌদ্দমাদল সেবাশ্রম কমিটি এবার মেলার ৮৮তম বার্ষিকী পালন করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অষ্টগ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকার লাখো মানুষ প্রতিবছর এ মেলায় আগমন করে। অষ্টগ্রামের সবচেয়ে বড় উৎসব এ মেলা।
অষ্টগ্রাম রোটারী কলেজের প্রভাষক মনোয়ার হোসেন পুলক ভাটির রানিকে বলেন, “অষ্টগ্রামের ঐতিহ্যবাহী এ উৎসবে মাননীয় এমপি মহোদয়ের আগমন অসাম্প্রদায়িক চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করি।