সিএসই’র লিস্টেড কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। সিএসই-র নির্ধারিত কিছু নীতিমালার ভিত্তিতে বছরে ২ বার এ পর্যালোচনা করা হয়। এ রিভিউ-এর উপর ভিত্তি করে নিম্নবর্নিত ৩০টি কোম্পানিকে সিএসই-৩০ ইনডেক্সের জন্য চূড়ান্ত করা হয়।
এটি কার্যকর হবে ২০ সেপ্টেম্বর, ২০১৫ (রোববার) থেকে।
চূড়ান্ত ৩০-ইনডেক্সের কোম্পানিগুলো হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লি., ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি., বিডি জেনারেল ইন্স্যুরেন্স কো. লি., স্কয়ার টেক্সটাইলস লি., স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি., অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লি., ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লি., ওরিয়ন ফার্মা লি., অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কো. লি., অলেম্পিক ইন্ডাস্ট্রিজ লি., কনফিডেন্স সিমেন্ট লি., হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি., সিঙ্গার বাংলাদেশ লি., ইস্টার্ন হাউজিং লি., পদ্মা ওয়েল কো. লি., যমুনা ওয়েল কো. লি., মেঘনা পেট্রোলিয়াম লি., তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লি., এবি ব্যাংক লি., ইউসিবিএল, দ্য সিটি ব্যাংক লি., পূবালী ব্যাংক লি., আইএফআইসি ব্যাংক লি., সাউথইস্ট ব্যাংক লি., উত্তরা ব্যাংক লি., ইস্টার্ন ব্যাংক লি., আইডিএলসি ফাইন্যান্স লি., লঙ্কাবাংলা ফাইন্যান্স লি. এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লি.।
অপরদিকে সিএসই’র নতুন শরীয়াহ ইনডেক্সও প্রকাশিত হয়েছে। এটি কার্যকর হবে সেপ্টেম্বরের ২১ তারিখ থেকে। সিএসই’র তালিকাভুক্ত ২৫২টি কোম্পানির মধ্যে ৭৭টি কোম্পানি শরীয়াহ ইনডেক্সে জায়গা লাভ করেছে। এগুলো হলো – আমরা টেকনোলজিস লি., এসিআই ফরমুলেশনস লি., একটিভ ফাইন সিরামিকস লি., এএফসি অ্যাগ্রো বায়োটেক লি., আফতাব অটোমোবাইলস লি., আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি., অলটেক্স ইন্ডাস্ট্রিজ লি., আনোয়ার গ্যালভানাইজিং লি.,অ্যাপেক্স স্পিনিং এন নিটিং মিলস লি., অ্যাপেক্স ট্যানারি লি., অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লি., বাংলাদেশ ল্যাম্পস লি., বিএসআরএম, বারাকা পাওয়ার লি., বাটা সু কো. বিডি লি., বিডিকম অনলাইন লি., বাংলাদেশ উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লি., বার্জার পেইন্টস বাংলাদেশ লি., সি অ্যান্ড এ টেক্সটাইলস লি., সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লি., কনফিডেন্স সিমেন্ট লি., সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লি., দেশবন্ধু পলিমার লি., ইস্টার্ন হাউজিং লি., এনভয় টেক্সটাইলস লি., ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লি., ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি., ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি., ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি লি., ফু-ওয়াং ফুডস লি., জিবিবি পাওয়ার লি., জেনারেশন নেক্সট ফ্যাশানস লি., গ্লোবাল হেভি ক্যামিকেলস লি., গোল্ডেনসন লি., গ্রামীনফোন লি., হাক্কানী পাল্প অ্যান্ড পেপার মিলস লি., হামিদ ফেব্রিকস লি., হেইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লি., এইচ ডব্লিউ এ ওয়েল টেক্সটাইলস (বিডি) লি., ইনটেক লি., ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লি., ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লি., খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লি., কোহিনুর কেমিক্যাল কো. (বিডি) লি., লাফার্জ সুরমা সিমেন্ট লি., লিন্ডে বাংলাদেশ লি., মালেক স্পিনিং মিলস লি., ম্যারিকো বাংলাদেশ লি., মতিন স্পিনিং মিলস লি., এমজেএল বাংলাদেশ লি., মোজাফফর হোসেন স্পিনিং মিলস লি., ন্যাশনাল ফিড মিল লি., ন্যাশনাল টি কো. লি., নাভানা সিএনজি লি., অলেম্পিক ইন্ডাস্ট্রিজ লি., অরিয়ন ফার্মা লি., প্যারামাউন্ট টেক্সটাইল লি., প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি., কাশেম ড্রাইসেলস লি., আরএকে সিরামিকস (বাংলাদেশ) লি., রতনপুর স্টিল রিরোলিং মিলস লি., সাফকো স্পিনিং মিলস লি., শমরিতা হাসপাতাল লি., শাহজালাল ইসলামী ব্যাংক লি., শাহজীবাজার পাওয়ার কো. লি., সিঙ্গার বাংলাদেশ লি., স্যোশাল ইসলামী ব্যাংক লি., স্কয়ার ফার্মাসিউটিক্যালস লি., স্কয়ার টেক্সটাইলস লি., সামিট অ্যালায়েন্স পোর্ট লি., সামিট পূর্বাচল পাওয়ার কো. লি., তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লি.,দ্য ঢাকা ডাইং অ্যান্ড মেনুফ্যাকচারিং কো. লি., দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লি., ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লি. এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কো. লি.।
এমজেই,ঢাকা