হাওর বার্তা ডেস্কঃ হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশা কোন কিছুই বাধাঁ হতে পারেনি। হাড় কাপানো শীতের বাধা মাড়িয়ে বোরো চাষে ব্যস্ত হয়ে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের কৃষকরা। মাঠে নেমে পড়েছে বোরো চাষের জন্য।
বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায় মাঠের পর মাঠ কুয়াশার ও শীতের মধ্যে চাষিরা জমিতে ধানের চারা রোপন করছেন। বোর মৌসুমের সময় চলে আসায় চাষিরা ব্যস্ত হয়ে পড়েছেন।
গোদাগাড়ী উপজেলার বোগদামারী গ্রামের কৃষক লালু বলেন, বোরো ধান চাষ করার জন্য এবার সব জমিতে টমেটো চাষ করিনি। ধান চাষের জন্য বীজ ফেলেছিলাম। বীজ তলায় ধানের চারা লাগানোর উপযোগী হয়ে গেছে। এখন ধানের চারা না লাগালে ধানের ফলন ভালো হবে না। তাই প্রচন্ড শীতের মাঝেও জমিতে ধানের চারা রোপন করতে শুরু করেছি। এবার ৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করছি।
রাজশাহীর বিভিন্ন উপজেলার চিত্রও এক। গোদাগাড়ী কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে উপজেলা জুড়ে বোরো চাষের জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ হাজার ৫০০হেক্টর। বীজ তলা তৈরী হয়েছে ৭৮৫ হেক্টর।
তানোর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলা জুড়ে বোরো চাষের জমির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ হাজার ৫০০ হেক্টর।
গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মরিয়ম আহম্মেদ বলেন, জমিতে ধানের চারা রোপনের কাজ শুরু হয়ে গেছে। এবার লক্ষ্যমাত্রা পার হয়ে ১৬ হাজার হেক্টোর জমিতে বোর ধান চাষ হতে পারে।