ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ কয়টি সিট পাবে আপনারাই ভালো জানেন : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৮৩ বার

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সাহস আছে জাতীয় পার্টির (জাপা) কিন্তু শক্তি নেই। আমাদের শক্তি পার্টির নেতাকর্মীরা।

এরশাদ বলেন, এ সরকার প্রশাসনবিহীন সরকার। বিচারব্যবস্থাবিহীন সরকার। এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকারকে মানুষ চায় না কিন্তু ভয়ে কিছু বলতেও পারে না।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সিলেট নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, জয় বাংলা আওয়ামী লীগের, জাতীয় পার্টির বাংলাদেশ জিন্দাবাদ। মনে রাখবেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান থাকবে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কয়টি সিট পাবে তা আপনারা আমার চেয়েও ভালো জানেন।

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন সরকারের ব্যাপার। এমন অবস্থা দেশে কখনো ছিল না। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। ভয়ে কেউ কথা বলতে পারে না।

এরশাদ বলেন, এখন কথা বলা যায় না, টকশোতেও মনের কথা বলা যায় না। সবকিছুই সেন্সর হচ্ছে। মুখ বন্ধ, কলম বন্ধ। আমাদের নিঃশ্বাসও বন্ধ।
গণতন্ত্র ফেরাতে হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি নির্বাচনে না গিয়ে ধ্বংস হয়ে গেছে।

এরশাদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে আমরা গণতন্ত্র রক্ষা করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। ৫ জানুয়ারিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। জাতীয় পার্টিই নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। আমাদের কারও সাহায্য বা সহযোগিতার দরকার নেই। বিএনপি বাধ্য হয়েই আমাদের সমর্থন করা শুরু করেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার সমন্বয়কারী এ টি ইউ তাজ রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, নুরুল ইসলাম নুরু, সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ওসমান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ কয়টি সিট পাবে আপনারাই ভালো জানেন : এরশাদ

আপডেট টাইম : ১০:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, এককভাবে নির্বাচনে অংশগ্রহণের সাহস আছে জাতীয় পার্টির (জাপা) কিন্তু শক্তি নেই। আমাদের শক্তি পার্টির নেতাকর্মীরা।

এরশাদ বলেন, এ সরকার প্রশাসনবিহীন সরকার। বিচারব্যবস্থাবিহীন সরকার। এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। সরকারকে মানুষ চায় না কিন্তু ভয়ে কিছু বলতেও পারে না।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সিলেট নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, জয় বাংলা আওয়ামী লীগের, জাতীয় পার্টির বাংলাদেশ জিন্দাবাদ। মনে রাখবেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান থাকবে। আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ কয়টি সিট পাবে তা আপনারা আমার চেয়েও ভালো জানেন।

তিনি বলেন, মধ্যবর্তী নির্বাচন সরকারের ব্যাপার। এমন অবস্থা দেশে কখনো ছিল না। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে। ভয়ে কেউ কথা বলতে পারে না।

এরশাদ বলেন, এখন কথা বলা যায় না, টকশোতেও মনের কথা বলা যায় না। সবকিছুই সেন্সর হচ্ছে। মুখ বন্ধ, কলম বন্ধ। আমাদের নিঃশ্বাসও বন্ধ।
গণতন্ত্র ফেরাতে হলে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে ক্ষমতায় আসতে হবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। বিএনপি নির্বাচনে না গিয়ে ধ্বংস হয়ে গেছে।

এরশাদ বলেন, ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নিয়ে আমরা গণতন্ত্র রক্ষা করেছি। গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। ৫ জানুয়ারিতে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। জাতীয় পার্টিই নির্বাচনে অংশ নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না। আমাদের কারও সাহায্য বা সহযোগিতার দরকার নেই। বিএনপি বাধ্য হয়েই আমাদের সমর্থন করা শুরু করেছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলার সমন্বয়কারী এ টি ইউ তাজ রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, নুরুল ইসলাম নুরু, সিলেট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক ওসমান প্রমুখ।