তিন বাহিনীর প্রধানের পদমর্যাদায় সমতা আনতে তাদের বেতন মন্ত্রিপরিষদ সচিবের বেতনের সমান নির্ধারণ করেছে সরকার। এতে তিন বাহিনীর প্রধানের বেতন হবে ৮৬ হাজার টাকা। এর আগে সেনাবাহিনী প্রধানের বেতনের সঙ্গে বিমান ও নৌবাহিনী প্রধানের বেতনের পার্থক্য ছিল।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই বেতনকাঠামো অনুমোদন করা হয়।
নতুন এই কাঠামোর মূল বেতন ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। আর ভাতা কার্যকর হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে।
নতুন বেতনকাঠামোতে সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ৮২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণ সৈনিকরা ১৭ গ্রেটে বেতন পাবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, নৌবাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানের পদটি আগামীতে সেনাপ্রধানের সমান করা হবে। এরপর তাদের বেতন কার্যকর হবে।