ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নাটকের মাঝে বিজ্ঞাপন বেশি প্রচার হলে দর্শক ধরে রাখা কঠিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • ২৫৭ বার

ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী ও ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন রওশন জাহান। সে সঙ্গে চলছে ঈদের প্রস্তুতিও। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া

এখন ব্যস্ততা কি নিয়ে?
ধারাবাহিকগুলোর কাজ চালিয়ে যাচ্ছি। প্রচার চলতি বেশ কটি নাটক রয়েছে। সেগুলোর শুটিংয়ে সময় দিতে হচ্ছে নিয়মিত। বলতে পারেন সপ্তাহে প্রতিটা দিন শুটিং ব্যস্ততার মধ্যেই কাটে।

নতুন কোন ধারাবাহিকে অভিনয় করছেন?
‘সাহেব বাবুর বৈঠকখানা’ নামের একটি নতুন ধারাবাহিকে কাজ করছি। এটি আমার জন্য নতুন। কারণ এর শুটিং অনেক আগেই শুরু হয়েছে। তখন আমার জায়গায় ছিলেন রোমানা আপু। তিনি আমেরিকায় চলে যাওয়ার পর শুটিং বন্ধ হয়ে যায়। এরপর নির্মাতা তার জায়গায় আমাকে নিয়েছেন। বর্তমানে এটিএন বাংলায় প্রচার চলতি এ নাটকে আমি জাহিদ হাসান ভাইয়ের বিপরীতে অভিনয় করছি।

প্রচার চলতি অন্য ধারাাহিক কোনগুলো?
এখন বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে বেশ কয়েকটি নাটক। তার মধ্যে আরটিভিতে জাহিদ হাসানের পরিচালনায় ‘উড়ামন’, বাংলাভিশনে মারুফ মিঠুর পরিচালনায় ‘তিনি আসবেন’, চ্যানেল নাইনে দীপংকর দীপনের ‘গ্র্যান্ডমাস্টার’ ও চ্যানেল আইতে তাহের শিপনের ‘ভৈরব’ ধারাবাহিকগুলোতে আমাকে দেখা যাচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি নতুন নাটকে অভিনয়ের কথা চলছে। তবে এখন করছি না। আর সব চূড়ান্তও হয়নি। ঈদের পর কাজগুলোতে হাত দেব বলে আশা করছি।

ঈদের কথা বললেন। এবারের ঈদের জন্য কি কি নাটকে অভিনয় করলেন?
এরই মধ্যে বেশ কটি নাটকের কাজ শেষ হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো শাহেদ সায়েমের পরিচালনায় ‘করপোরেট প্রেম’, শহিদুজ্জামান সেলিমের পরিচালনায় ‘সময় অসময়’, ও রুমান রুনির ‘আমার বুক ভেঙে যায়’। পাশাপাশি আরও কিছু নাটকে অভিনয় করার কথা রয়েছে।

কাজের কথা তো হলো। এই কাজ নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট?
কাজ নিয়ে আমি মোটেও সন্তুষ্ট না। গল্প ভাল পেলে নির্মাতা ভাল পাই না। সব ঠিকমত হলে দেখা যায় সহ-শিল্পী ভাল পাই না। সব মিলিয়ে আমি কাজও কম করি। যেকোন কাজের মধ্যে শান্তি চাই। সেটা পাচ্ছি না ঠিকভাবে। আমি গোছানো একজন মানুষ। বেশিরভাগ প্রোডাক্টশনই গোছানো নয়। সেগুলোতে কাজ করে স্বস্তিও পাই না।

নিজেকে মূল্যায়ন করেছেন কখনো?
আমি অভিনেত্রী। এটা আমার পেশা। এখনও পেশাদার অভিনেত্রী না হয়ে উঠলেও নিজেকে সে পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করছি প্রতিনিয়ত। আর নিজেকে মূল্যায়ন করার ব্যাপারে কখনো ভাবিনি। কাজ করে যাচ্ছি। অভিনয় যতই করছি ততই শিখছি। প্রতিদিন নতুন অনেক শেখা হচ্ছে। কোথাও কোন ত্রুটি নিজের চোখে ধরা পড়লে নিজে শুধরে নিই। আর যদি না পারি সিনিয়রদের সাহায্য নিই। নিজেকে মূল্যায়নের জন্য এখনও অনেক সময় বাকি ।

নাটক প্রচারকালীন অতিমাত্রায় বিজ্ঞাপন একটা দীর্ঘদিন চলে আসা বিতর্ক। এ বিষয়ে আপনি কি মনে করেন?
দেখুন, নাটকের মাঝে বিজ্ঞাপন বেশি প্রচার হলে দর্শক ধরে রাখা কঠিন। আমি নিজেও মাঝে মাঝে যখন দর্শক, বিজ্ঞাপনের কারণে নাটক দেখতে পারি না। এসব অনেকদিন ধরে বলাবলি হয়ে আসছে মিডিয়াতে। কিন্তু কোন পদক্ষেপ নিচ্ছেন না কেউই। একজন শিল্পী হিসেবে নয়, দর্শক হিসেবেও এ ব্যাপারে সবাই সুনজর দিক এমনটাই প্রত্যাশা আমার।

শুটিংয়ের বাইরে সময়টা কিভাবে কাটান?
শুটিংয়ের বাইরে মূলত আমার স্বামী মারুফকে নিয়েই সময়টা কাটে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই। পাশাপাশি শপিং, ঘুরে বেড়ানোর মধ্যে দারুণ সময় যায় আমাদের। আসলে মারুফের সঙ্গে বিয়ের পর আমার জীবনটাই বদলে গেছে। অনেক ভাল মনের একজন মানুষ সে। আমাদের দুজনের বোঝাপড়াটা খুবই ভাল। আসলেই আমরা খুব সুখী দম্পতি।

ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আসলে ভবিষ্যৎ নিয়ে কখনো সেভাবে ভাবি না। প্রত্যাশা করি। আর সেটা হলো ভাল থাকা। ভালভাবে বাঁচা। অভিনয় করে যাচ্ছি, সেটা ঠিকঠাক চালিয়ে যেতে চাই। আর সংসার জীবনে যেমন ভাল আছি, সুখে আাছি তেমনটাই যেন সারাজীবন ধরে রাখতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাটকের মাঝে বিজ্ঞাপন বেশি প্রচার হলে দর্শক ধরে রাখা কঠিন

আপডেট টাইম : ১২:৩১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫

ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী ও ভিট-চ্যানেল আই টপ মডেল হাসিন রওশন জাহান। সে সঙ্গে চলছে ঈদের প্রস্তুতিও। বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছেন মারুফ কিবরিয়া

এখন ব্যস্ততা কি নিয়ে?
ধারাবাহিকগুলোর কাজ চালিয়ে যাচ্ছি। প্রচার চলতি বেশ কটি নাটক রয়েছে। সেগুলোর শুটিংয়ে সময় দিতে হচ্ছে নিয়মিত। বলতে পারেন সপ্তাহে প্রতিটা দিন শুটিং ব্যস্ততার মধ্যেই কাটে।

নতুন কোন ধারাবাহিকে অভিনয় করছেন?
‘সাহেব বাবুর বৈঠকখানা’ নামের একটি নতুন ধারাবাহিকে কাজ করছি। এটি আমার জন্য নতুন। কারণ এর শুটিং অনেক আগেই শুরু হয়েছে। তখন আমার জায়গায় ছিলেন রোমানা আপু। তিনি আমেরিকায় চলে যাওয়ার পর শুটিং বন্ধ হয়ে যায়। এরপর নির্মাতা তার জায়গায় আমাকে নিয়েছেন। বর্তমানে এটিএন বাংলায় প্রচার চলতি এ নাটকে আমি জাহিদ হাসান ভাইয়ের বিপরীতে অভিনয় করছি।

প্রচার চলতি অন্য ধারাাহিক কোনগুলো?
এখন বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে বেশ কয়েকটি নাটক। তার মধ্যে আরটিভিতে জাহিদ হাসানের পরিচালনায় ‘উড়ামন’, বাংলাভিশনে মারুফ মিঠুর পরিচালনায় ‘তিনি আসবেন’, চ্যানেল নাইনে দীপংকর দীপনের ‘গ্র্যান্ডমাস্টার’ ও চ্যানেল আইতে তাহের শিপনের ‘ভৈরব’ ধারাবাহিকগুলোতে আমাকে দেখা যাচ্ছে। এ ছাড়া আরও কয়েকটি নতুন নাটকে অভিনয়ের কথা চলছে। তবে এখন করছি না। আর সব চূড়ান্তও হয়নি। ঈদের পর কাজগুলোতে হাত দেব বলে আশা করছি।

ঈদের কথা বললেন। এবারের ঈদের জন্য কি কি নাটকে অভিনয় করলেন?
এরই মধ্যে বেশ কটি নাটকের কাজ শেষ হয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো শাহেদ সায়েমের পরিচালনায় ‘করপোরেট প্রেম’, শহিদুজ্জামান সেলিমের পরিচালনায় ‘সময় অসময়’, ও রুমান রুনির ‘আমার বুক ভেঙে যায়’। পাশাপাশি আরও কিছু নাটকে অভিনয় করার কথা রয়েছে।

কাজের কথা তো হলো। এই কাজ নিয়ে আপনি কতটুকু সন্তুষ্ট?
কাজ নিয়ে আমি মোটেও সন্তুষ্ট না। গল্প ভাল পেলে নির্মাতা ভাল পাই না। সব ঠিকমত হলে দেখা যায় সহ-শিল্পী ভাল পাই না। সব মিলিয়ে আমি কাজও কম করি। যেকোন কাজের মধ্যে শান্তি চাই। সেটা পাচ্ছি না ঠিকভাবে। আমি গোছানো একজন মানুষ। বেশিরভাগ প্রোডাক্টশনই গোছানো নয়। সেগুলোতে কাজ করে স্বস্তিও পাই না।

নিজেকে মূল্যায়ন করেছেন কখনো?
আমি অভিনেত্রী। এটা আমার পেশা। এখনও পেশাদার অভিনেত্রী না হয়ে উঠলেও নিজেকে সে পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা করছি প্রতিনিয়ত। আর নিজেকে মূল্যায়ন করার ব্যাপারে কখনো ভাবিনি। কাজ করে যাচ্ছি। অভিনয় যতই করছি ততই শিখছি। প্রতিদিন নতুন অনেক শেখা হচ্ছে। কোথাও কোন ত্রুটি নিজের চোখে ধরা পড়লে নিজে শুধরে নিই। আর যদি না পারি সিনিয়রদের সাহায্য নিই। নিজেকে মূল্যায়নের জন্য এখনও অনেক সময় বাকি ।

নাটক প্রচারকালীন অতিমাত্রায় বিজ্ঞাপন একটা দীর্ঘদিন চলে আসা বিতর্ক। এ বিষয়ে আপনি কি মনে করেন?
দেখুন, নাটকের মাঝে বিজ্ঞাপন বেশি প্রচার হলে দর্শক ধরে রাখা কঠিন। আমি নিজেও মাঝে মাঝে যখন দর্শক, বিজ্ঞাপনের কারণে নাটক দেখতে পারি না। এসব অনেকদিন ধরে বলাবলি হয়ে আসছে মিডিয়াতে। কিন্তু কোন পদক্ষেপ নিচ্ছেন না কেউই। একজন শিল্পী হিসেবে নয়, দর্শক হিসেবেও এ ব্যাপারে সবাই সুনজর দিক এমনটাই প্রত্যাশা আমার।

শুটিংয়ের বাইরে সময়টা কিভাবে কাটান?
শুটিংয়ের বাইরে মূলত আমার স্বামী মারুফকে নিয়েই সময়টা কাটে। বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিই। পাশাপাশি শপিং, ঘুরে বেড়ানোর মধ্যে দারুণ সময় যায় আমাদের। আসলে মারুফের সঙ্গে বিয়ের পর আমার জীবনটাই বদলে গেছে। অনেক ভাল মনের একজন মানুষ সে। আমাদের দুজনের বোঝাপড়াটা খুবই ভাল। আসলেই আমরা খুব সুখী দম্পতি।

ভবিষ্যৎ পরিকল্পনা কি?
আসলে ভবিষ্যৎ নিয়ে কখনো সেভাবে ভাবি না। প্রত্যাশা করি। আর সেটা হলো ভাল থাকা। ভালভাবে বাঁচা। অভিনয় করে যাচ্ছি, সেটা ঠিকঠাক চালিয়ে যেতে চাই। আর সংসার জীবনে যেমন ভাল আছি, সুখে আাছি তেমনটাই যেন সারাজীবন ধরে রাখতে পারি।