হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত ম্যানুভার অনুশীলন ২০১৭-১৮ মহড়া পরিদর্শনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে আসছেন আজ। এসময় রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ ও মহড়া পরিদর্শন করবেন।
এছাড়া রাষ্ট্রপতি স্বর্ণদ্বীপে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সেনাবাহিনীর তৈরি বিদেশি নারিকেল বাগান, ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ ও মিলিটারি ডেইরি ফার্ম পরিদর্শন করবেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির আগমন উপলক্ষে স্বর্ণদ্বীপে ব্যাপক সাজসজ্জা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।