ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেশে এখন গণতন্ত্র ও আইনের শাসন নেই : এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫
  • ৩০১ বার

রোববার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেশে এখন গণতন্ত্র ও আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ। এরশাদ বলেন, জনগণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে। মানুষ পরিবর্তন চায়। কারণ দেশে আজ গণতন্ত্র নেই, সুশাসন নেই। ভোটের অধিকার, ভাতের অধিকার ও বেচেঁ থাকার অধিকার নেই।

তিনি বলেন, এখন মানুষ প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছে। প্রতিবাদ করলেই তার লাশ পরদিন রাস্তাঘাটে পড়ে থাকে, না হয় গুম করা হয়। তাই মানুষ আজ ভীত-সন্ত্রস্ত।

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সরকার লোকসানের অজুহাত দেখিয়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। যেখানে বিদ্যুতের উৎপাদন খরচ ৬টাকা ২৪ পয়সা, সেখানে তা বিক্রয় করছে ৬টাকা ৩৩ পয়সায়। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমলেও দেশে তার দাম বাড়িয়ে দেয়া হয়েছে। গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। সরকার জনগণের দুঃখ বুঝে না। এজন্য মানুষ জনগণের সরকার চায়। আমরাই সেই জনগণের প্রতিনিধি। তাই আগামীতে জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির আমলে সুখে-শান্তিতে ছিল। আজ তা নেই। গাছে বেঁধে শিশু রাজনের নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। কারণ আমরা এখন আর মানুষের পর্যায়ে নেই। তিনি বলেন, ধর্ষণের মামলা দিতে গেলে থানার ওসি বলে- ধর্ষণের আলামত নেই, মামলা হবে না। এই সিদ্ধান্ত পুলিশ দিতে পারে না, এই সিন্ধান্ত দিতে পারে কেবল ডাক্তার।

বিএনপিকে উদ্দেশ্য করে এইচএম এরশাদ বলেন, যে দল আমার সর্মথন নিয়ে ক্ষমতায় গিয়েছিল, সে দল আমার স্ত্রী-সন্তানসহ আমাকে জেলে দিয়েছে। আমাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আমার ছেলের জীবন নষ্ট করা হয়েছে। জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল।

তিনি বলেন, আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় আমাকে তা করতে পারেনি। কারণ আমি জনগণের কাছে নিন্দিত নয়, নন্দিত ছিলাম। আমার ওপর যে অন্যায়-অবিচার করা হয়েছে, আজ তাদের ওপর তা হচ্ছে।

একইসঙ্গে আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, তারাও আমার সমর্থন নিয়ে ২১বছর পর ক্ষমতায় এসে একই আচরণ করছে। আমার দল ভাঙ্গার চেষ্টা করেছে, নাঙ্গলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি কোথাও সুবিচার পাইনি।

তিনি বলেন, দেশে আজ আইনের শাসন নেই, হিন্দুদের জমি দখল হয়। জাতির জনক বঙ্গবন্ধুকে আমি সম্মান করি। কিন্তু এই শোকের মাসে হাজারো লীগের নামে কিভাবে চাঁদাবাজি হয়েছে এ দেশের জনগণ তা দেখেছে। পরে এইচএম এরশাদ জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি পদে অধ্যাপক নরুল ইসলাম মিলনের নাম এবং সাধারণ সম্পাদক পদে এইচএম শফিকুর রহমানের নাম ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে এখন গণতন্ত্র ও আইনের শাসন নেই : এরশাদ

আপডেট টাইম : ১১:০৮:২৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫

রোববার দুপুরে কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দেশে এখন গণতন্ত্র ও আইনের শাসন নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচএম এরশাদ। এরশাদ বলেন, জনগণের ভালোবাসা নিয়ে জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে। মানুষ পরিবর্তন চায়। কারণ দেশে আজ গণতন্ত্র নেই, সুশাসন নেই। ভোটের অধিকার, ভাতের অধিকার ও বেচেঁ থাকার অধিকার নেই।

তিনি বলেন, এখন মানুষ প্রতিবাদের ভাষাও হারিয়ে ফেলেছে। প্রতিবাদ করলেই তার লাশ পরদিন রাস্তাঘাটে পড়ে থাকে, না হয় গুম করা হয়। তাই মানুষ আজ ভীত-সন্ত্রস্ত।

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সরকার লোকসানের অজুহাত দেখিয়ে গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে। যেখানে বিদ্যুতের উৎপাদন খরচ ৬টাকা ২৪ পয়সা, সেখানে তা বিক্রয় করছে ৬টাকা ৩৩ পয়সায়। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমলেও দেশে তার দাম বাড়িয়ে দেয়া হয়েছে। গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। সরকার জনগণের দুঃখ বুঝে না। এজন্য মানুষ জনগণের সরকার চায়। আমরাই সেই জনগণের প্রতিনিধি। তাই আগামীতে জনগণ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, দেশের মানুষ জাতীয় পার্টির আমলে সুখে-শান্তিতে ছিল। আজ তা নেই। গাছে বেঁধে শিশু রাজনের নির্যাতনের ভিডিওচিত্র ধারণ করলেও তাকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি। কারণ আমরা এখন আর মানুষের পর্যায়ে নেই। তিনি বলেন, ধর্ষণের মামলা দিতে গেলে থানার ওসি বলে- ধর্ষণের আলামত নেই, মামলা হবে না। এই সিদ্ধান্ত পুলিশ দিতে পারে না, এই সিন্ধান্ত দিতে পারে কেবল ডাক্তার।

বিএনপিকে উদ্দেশ্য করে এইচএম এরশাদ বলেন, যে দল আমার সর্মথন নিয়ে ক্ষমতায় গিয়েছিল, সে দল আমার স্ত্রী-সন্তানসহ আমাকে জেলে দিয়েছে। আমাকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আমার ছেলের জীবন নষ্ট করা হয়েছে। জাতীয় পার্টিকে ধ্বংস করতে চেয়েছিল।

তিনি বলেন, আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় আমাকে তা করতে পারেনি। কারণ আমি জনগণের কাছে নিন্দিত নয়, নন্দিত ছিলাম। আমার ওপর যে অন্যায়-অবিচার করা হয়েছে, আজ তাদের ওপর তা হচ্ছে।

একইসঙ্গে আওয়ামী লীগের সমালোচনা করে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, তারাও আমার সমর্থন নিয়ে ২১বছর পর ক্ষমতায় এসে একই আচরণ করছে। আমার দল ভাঙ্গার চেষ্টা করেছে, নাঙ্গলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমি কোথাও সুবিচার পাইনি।

তিনি বলেন, দেশে আজ আইনের শাসন নেই, হিন্দুদের জমি দখল হয়। জাতির জনক বঙ্গবন্ধুকে আমি সম্মান করি। কিন্তু এই শোকের মাসে হাজারো লীগের নামে কিভাবে চাঁদাবাজি হয়েছে এ দেশের জনগণ তা দেখেছে। পরে এইচএম এরশাদ জাতীয় পার্টির কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি পদে অধ্যাপক নরুল ইসলাম মিলনের নাম এবং সাধারণ সম্পাদক পদে এইচএম শফিকুর রহমানের নাম ঘোষণা করেন।