হাওর বার্তা ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী আখ সেন্টার মাঠে অনুষ্ঠিত হলো কৃষকের বিজয় উৎসব। নিরাপদ খাদ্য উৎপাদনে ও কৃষিপণ্যের লাভজনক মূল্য পেতে সরকারের প্রত্যক্ষ সহায়তার’ এ স্লোগানকে সামনে রেখে উন্নয়ন ধারার সহযোগিতায় স্বাধীন কৃষক সংগঠন গত মঙ্গলবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
স্বাধীন কৃষক সংগঠনের সভাপতি রুবায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলার কৃষি কর্মকর্তা ড. খান মুহাম্মদ মনিরুজ্জামান, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, উন্নয়ন ধারার পিএফএসএসএ প্রকল্পের সমন্বয়কারী হায়দার আলী, উন্নয়ন ধারার সহযোগী সমন্বয়কারী কৃষ্ণ দাস সাহা, নুরুল ইসলাম, মোবারেক মৃধা, রবিউল ইসলাম, স্বাধীন কৃষক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় কৃষক পরিবারের জীবনযাত্রার আলেখ্যে রচিত নাটক ‘মেহেরজানের স্বপ্ন’ মঞ্চায়িত করে লোকথিয়েটার বাংলাদেশ, ঝিনাইদহ এবং সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয় উৎসবের সমাপনী হয়।