হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ প্রেস ক্লাবে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ-এঁর ৭৪ তম এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এঁর ৬৭তম জন্মদিন উদযাপিত হয়েছে।
গতকাল রাতে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে কিশোরগঞ্জ প্রেস ক্লাব।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক শতাব্দীর কণ্ঠের সম্পাদক আহমেদ উল্লাহ।
অতিথিরা কেক কেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে শুভেচ্ছা জানান। কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন-এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন-অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম,
কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি (সহযোগী) প্রবীণ শিক্ষক আবু খালেদ পাঠান, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সদস্য ও রাষ্ট্রপতি আবদুল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের অধ্যক্ষ ডা.আ.ন.ম নৌশাদ খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহজাহান,
বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সাইফউদ্দীন আহমেদ লেনিন, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি আবু তাহের, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি শরীফুল আলম, মাই টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন পলাশ, দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ারুল ইসলাম ভুঁইয়া, মানবকন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল কাদির প্রমুখ।
বক্তারা বলেন, মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সকল লোভ লালসার উর্ধ্বে থেকে দেশ ও জাতির জন্যে নিবেদিত ভাবে কাজ করে যাচ্ছেন।
বক্তারা এই দুই নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিক সদস্য, সহযোগী সদস্য, আজীবন সদস্য ও আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।