হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেওঘর ইউনিয়ন শাখা সংগঠনটির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
গতকাল বিকালে সাভিয়ানগর বাজারের পশ্চিম পাশে দেওঘর ইউনিয়ন ছাত্রদলের আলোচনা সভা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
দেওঘর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা যুবদলের সভাপতি শিপু চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন দেওঘর ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মহসিন সরকার।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দেওঘর ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটির আহবায়ক মো: নিজাম ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: দানা মিয়া, বিএনপি নেতা মো: রহমত মোল্লা, ডা: মো: মোছলেহ উদ্দিন প্রমুখ।