বলিউডে নারীকেন্দ্রিক ছবি এখন অনেকটাই এগিয়ে। সাম্প্রতিককালে, মুখ্য চরিত্রে কোনও নারীকে রেখে একের পর এক ভাল ছবি তৈরি করেছেন পরিচালকরা।
তবে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই ধরনের ছবির জন্য নিজেকেই পুরো ক্রেডিট দিচ্ছেন বিদ্যা বালন। ফিকি-র এক অনুষ্ঠানে এসে বিদ্যা জানান, তার সাহসী পদক্ষেপের জন্যই প্রযোজকরা আজ এই ধরনের ছবিতে আগ্রহ দেখাচ্ছেন।
যখনই এই বিষয়ে কেউ তাকে ক্রেডিট দেন, তখন তিনি গর্বিত বোধ করেন বলেই জানান বিদ্যা। চরিত্র নির্বাচনের ক্ষেত্রে সব সময়ে নিজের ভাল লাগাকে প্রাধান্য দেন বিদ্যা।
তার কথায়, ভাল চিত্রনাট্য এবং ভাল চরিত্রের প্রতি একটা লোভ থাকা খুব জরুরি। আর এই সব বিষয়ে বিদ্যার নিজেকে খুব লোভী বলতেও দ্বিধা নেই। ‘ডার্টি পিকচার’ এবং ‘কাহানি’-র মতো ছবি বলিউডে ভাল ছবির সংজ্ঞাই বদলে দিয়েছে বলে দাবি করেন বিদ্যা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
সংবাদ শিরোনাম
নিজেকে খুব লোভী বলতে দ্বিধা নেই বিদ্যার
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৫৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫
- ২৫৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ