ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

২০১৭ সালের সবথেকে বেশী সার্চ হওয়া ১০ টি গেজেট ফোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আবশেষে শেষ হতে চলেছে ২০১৭। সারা বছর লঞ্চ হয়েছে অনেক ফোন। বাজারে টেক্কা দিয়েছে একে অপরকে। এবার গুগুল নিলিজ করলো বিশ্বব্যাপী সবথেকে বেশী সার্চ হওয়া ফোনের লিস্ট।

সাধারনত বছরের সবথেকে দামী ফোনগুলি জায়গা করে নেয় এই লিস্টে। এই বছরেও তার ব্যাতিক্রম নয়। এছাড়াও গেমিং কনসোল জায়গা করে নিয়েছে এই বছরের সবথেকে বেশী সার্চ হওয়া কন্সিউমার টেক প্রোডাক্টের লিস্টে। আসুন দেখে নেওয়া যাক সেই লিস্টের গেজেটগুলি।

সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছে iPhone 8 আর iPhone 8 Plus। iPhone 8 এর 64GB ভেরিয়েন্টের দাম ৬৪,০০০ টাকা আর 256GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ৮৬,০০০ টাকা। এই ফোনে রেগুলার LED ডিসপ্লের সাথে আছে A11 বায়োনিক চিপ।

iPhone-এর দশম বর্ষপুর্তিতে কোম্পানি লছ করেছে Apple iPhone X। ফোনের প্রধান আকর্ষণ ফুল স্ক্রিন OLED ডিসপ্লে, TrueDepth ক্যামেরা সেন্সার, ফেস আইডি রেকগনিশান। 64GB ভেরিয়েন্টের দাম ৮৯,০০০ টাকা আর 256GB কিনতে খরছ করতে হবে ১,০২,০০০ টাকা।

এটি নিন্টেন্ডোর সপ্তম জেনারেশান গেমিং কনসোল। এই কনসোলের মাধ্যমে টিভি ও মোবাইল দুই ডিভাইসেই গেম খেলতে পারবেন গ্রাহকরা। এছাড়াও খেলা যাবে মারিওর মতো ক্লাসিক গেম। তা ছাড়াও রয়েছে কয়েক হারার গেম। বাড়িতে বসে সিঙ্গেল প্লেয়ার ও মাল্টিপ্লেয়ার দুই খেলতে পারবেন গ্রাহকরা।

গত মার্চে লঞ্চ হয়েছিল ফোনটি। ভারতের বাজারে এসেছিল এপ্রিলে। ফোনের দাম ৫৭,৯০০ টাকা। যদিও এখন স্যামসাং ক্রিসমাস কার্নিভাল অফারে দারুন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই অফারে।

জেনে নিন IMEI নম্বরের সব খুঁটিনাটি

এই বছর লঞ্চ হওয়া Microsoft Xbox One X এর ফিচার অনেকটাই Xbox One S এর মতো। যদিও পাওয়ারের দিক থেকে নতুন এই মডেল আগের মডেলের থেকে চার গুন শক্তিশালী।

নোকিয়া এই বছর লঞ্চ করেছিল তাদের ফিচার ফোন Nokia 3310 (2017)। গ্রাহকদের মনে পুরনো আবেগ ফিরে আসে এই ফোন লঞ্চের খবরে। যদিও 3G বা 4G কানেক্টিভিটি না থাকায় গ্রাহকদের মন জয় করতে পারেনি ফোনটি।

গেমিং হার্ডওয়ার বানানোর জন্য নাম রয়েছে রেজারের। এবার ফ্ল্যাগশিপ হার্ডওয়ার ব্যাবহার করে রেজার লঞ্চ করলো Razer Phone। যদিও এটাই কোম্পানির বানানো প্রথম ফোন।

গত নভেম্বরে লঞ্চ হয়েছে Oppo F5। কম দামে বেজেল লেস ডিসপ্লে আর দারুন AI ক্যামেরা দিয়ে গ্রাহকদের মন কেড়েছে এই ফোন। ফোনের দাম মাত্র ১৬,৯৯০ টাকা।

এই বছর তাদের নতুন ফোন OnePlus 5 লঞ্চ করেছে OnePlus। 64GB ও 128GB ফোনের দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা। ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২০১৭ সালের সবথেকে বেশী সার্চ হওয়া ১০ টি গেজেট ফোন

আপডেট টাইম : ১২:৪০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭

হাওর বার্তা ডেস্কঃ আবশেষে শেষ হতে চলেছে ২০১৭। সারা বছর লঞ্চ হয়েছে অনেক ফোন। বাজারে টেক্কা দিয়েছে একে অপরকে। এবার গুগুল নিলিজ করলো বিশ্বব্যাপী সবথেকে বেশী সার্চ হওয়া ফোনের লিস্ট।

সাধারনত বছরের সবথেকে দামী ফোনগুলি জায়গা করে নেয় এই লিস্টে। এই বছরেও তার ব্যাতিক্রম নয়। এছাড়াও গেমিং কনসোল জায়গা করে নিয়েছে এই বছরের সবথেকে বেশী সার্চ হওয়া কন্সিউমার টেক প্রোডাক্টের লিস্টে। আসুন দেখে নেওয়া যাক সেই লিস্টের গেজেটগুলি।

সেপ্টেম্বরে ভারতে লঞ্চ হয়েছে iPhone 8 আর iPhone 8 Plus। iPhone 8 এর 64GB ভেরিয়েন্টের দাম ৬৪,০০০ টাকা আর 256GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ৮৬,০০০ টাকা। এই ফোনে রেগুলার LED ডিসপ্লের সাথে আছে A11 বায়োনিক চিপ।

iPhone-এর দশম বর্ষপুর্তিতে কোম্পানি লছ করেছে Apple iPhone X। ফোনের প্রধান আকর্ষণ ফুল স্ক্রিন OLED ডিসপ্লে, TrueDepth ক্যামেরা সেন্সার, ফেস আইডি রেকগনিশান। 64GB ভেরিয়েন্টের দাম ৮৯,০০০ টাকা আর 256GB কিনতে খরছ করতে হবে ১,০২,০০০ টাকা।

এটি নিন্টেন্ডোর সপ্তম জেনারেশান গেমিং কনসোল। এই কনসোলের মাধ্যমে টিভি ও মোবাইল দুই ডিভাইসেই গেম খেলতে পারবেন গ্রাহকরা। এছাড়াও খেলা যাবে মারিওর মতো ক্লাসিক গেম। তা ছাড়াও রয়েছে কয়েক হারার গেম। বাড়িতে বসে সিঙ্গেল প্লেয়ার ও মাল্টিপ্লেয়ার দুই খেলতে পারবেন গ্রাহকরা।

গত মার্চে লঞ্চ হয়েছিল ফোনটি। ভারতের বাজারে এসেছিল এপ্রিলে। ফোনের দাম ৫৭,৯০০ টাকা। যদিও এখন স্যামসাং ক্রিসমাস কার্নিভাল অফারে দারুন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে এই অফারে।

জেনে নিন IMEI নম্বরের সব খুঁটিনাটি

এই বছর লঞ্চ হওয়া Microsoft Xbox One X এর ফিচার অনেকটাই Xbox One S এর মতো। যদিও পাওয়ারের দিক থেকে নতুন এই মডেল আগের মডেলের থেকে চার গুন শক্তিশালী।

নোকিয়া এই বছর লঞ্চ করেছিল তাদের ফিচার ফোন Nokia 3310 (2017)। গ্রাহকদের মনে পুরনো আবেগ ফিরে আসে এই ফোন লঞ্চের খবরে। যদিও 3G বা 4G কানেক্টিভিটি না থাকায় গ্রাহকদের মন জয় করতে পারেনি ফোনটি।

গেমিং হার্ডওয়ার বানানোর জন্য নাম রয়েছে রেজারের। এবার ফ্ল্যাগশিপ হার্ডওয়ার ব্যাবহার করে রেজার লঞ্চ করলো Razer Phone। যদিও এটাই কোম্পানির বানানো প্রথম ফোন।

গত নভেম্বরে লঞ্চ হয়েছে Oppo F5। কম দামে বেজেল লেস ডিসপ্লে আর দারুন AI ক্যামেরা দিয়ে গ্রাহকদের মন কেড়েছে এই ফোন। ফোনের দাম মাত্র ১৬,৯৯০ টাকা।

এই বছর তাদের নতুন ফোন OnePlus 5 লঞ্চ করেছে OnePlus। 64GB ও 128GB ফোনের দাম যথাক্রমে ৩২,৯৯৯ টাকা ও ৩৭,৯৯৯ টাকা। ফোনে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা।