সন্ত্রাস, অবৈধ মাদক, চোরাচালান, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, অবৈধ আগ্নেয়াস্ত্র পাচার, পাইরেসি, মানবপাচার, জল দস্যুতাসহ অন্যান্য আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধ দমনে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ।
আজ শুক্রবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দু’দেশের পুলিশের মধ্যে ‘আন্তঃদেশীয় অপরাধ দমন’ সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এফেডারেল পুলিশের কমিশনার এন্ড্রু কলভিন নিজ নিজ সংস্থার পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। প্রত্যাশা করা হচ্ছে যে এ স্মারক স্বাক্ষরের ফলে উভয় দেশের পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং এ অঞ্চলের অপরাধ দমন ও নিরাপত্তার ক্ষেত্র সম্প্রসারিত হবে।
বাংলাদেশের পুলিশ প্রধান সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, ‘উভয় দেশের পুলিশের কারিগরি সামর্থ্য বৃদ্ধি, তথ্য বিনিময় এবং সমন্বয় এ অঞ্চলে সন্ত্রাস এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে’।