হাওর বার্তা ডেস্কঃ ইটনায় বাংলাদেশ কৃষক লীগের প্রথম বারের মত নজিরবিহীন সফল একটি কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে স্থানীয় রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে সংগঠনের ইটানা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি পরিমল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক প্রধান অতিথি ও ইটনা উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। এসময় প্রধান বক্তা কৃষক লীগ জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু ছাড়াও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সদস্য বজলুর রহমান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিলুর রহমান, জেলা কৃষক লীগের সহ-সভাপতি জিয়াউদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল হাশেম ও কামাল হোসেন চৌধুরী, সাবেক উপজেলা ভাইসচেয়ারম্যান দারুল ইসলাম, ইটনা কৃষক লীগের সাধারণ সম্পাদক বজলু মিয়া, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি শোভেন কুমার ঘোষ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেছেন, গত বোরো মৌসুমে আগাম বন্যায় হাওরের সমস্ত বোরো ফসল তলিয়ে গেছে। হাজার হাজার ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে প্রধানমন্ত্রী দাঁড়িয়েছেন। কৃষিবান্ধব সরকার তাদেরকে খাদ্য সহায়তাসহ নানাভাবে সাহায্য দিচ্ছে। রাষ্ট্রপতিও তার উদ্যোগে সহায়তা দিচ্ছেন। সে কারণে কৃষকরা কোন রকমে টিকে রয়েছেন। তা না হলে এবারের ক্ষতির ফলে কৃষকরা নিঃশেষ হয়ে যেতেন। ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামের মোট ৮৪ হাজার ক্ষতিগ্রস্ত কৃষককে সরকার বিনামূল্যে বীজ ধান, সার এবং নগদ টাকা দিয়েছে। এর মধ্যে ইটনায় ৩২ হাজার, মিঠামইনে ২৭ হাজার এবং অষ্টগ্রামে ২৫ হাজার কৃষককে এ ধরনের সহায়তা দেয়া হয়েছে। তবে এবার বর্ষার পানি বিলম্বে নামছে। ফলে আবাদ পিছিয়ে যাচ্ছে। যে কারণে আগামী বোরো মৌসুমে ধান কাটা পিছিয়ে গিয়ে আগাম বন্যার আশঙ্কার মুখে পড়তে পারে। প্রধান অতিথি বলেন, আগামী দিনেও বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষির যেমন উন্নতি হবে, দেশের সামগ্রিক উন্নয়নের ধারাবাহিকতাও বজায় থাকবে। ফলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন। তৃণমূল পর্যন্ত দলকে শক্তিশালী করার জন্য কৃষক লীগকে অনুসরণ করে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দিনব্যাপী একটি বর্ধিত সভা করার জন্য তিনি আহবান জানিয়েছেন।
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জ ইটনা উপজেলার কৃষক লীগের নজিরবিহীন সফল কর্মী সভা
- Reporter Name
- আপডেট টাইম : ১২:১৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭
- ২৯৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ