হাওর বার্তা ডেস্কঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ ভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত প্রথম শিফট, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ২য় শিফট ও বেলা দেড়টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত ৩য় শিফটে এই ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই ইউনিটে ২৫০ আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ১৬ হাজার ৭ শত ২ জন। রবিবার ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ও আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৮টি ইউনিটের অধীনে ৩৩টি বিভাগে মোট ২২৭৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮৭ হাজার ৩৬৮টি।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে অত্যাধুনিক মেটাল ডিটেকটর, আর্চ ওয়ে গেট ব্যবহার করা হচ্ছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাদি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iu.ac.bd থেকে পাওয়া যাবে।